
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের একবার রাজনৈতিক দলের দুর্নীতি নিয়ে সরব হলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। বললেন, “আমাদের দলে চোর আছে। চোর সব দলে আছে।” এরপরই বিরোধীদের কটাক্ষ করে বলেন, “যে দল বলবে তার দলে চোর নেই, তাদের পার্টি অফিস আমি ঝাঁট দেব!” রবিবার সোদপুরের এক অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করলেন শোভনদেব চট্টোপাধ্যায়।
তৃণমূলের (TMC) বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এর আগেও বলেছিলেন, “সব দলে চোর আছে। বিজেপি (BJP), সিপিএম, তৃণমূল সব দলেই এমন লোক থাকে।” এদিন ফের একই কথা শোনা গেল তাঁর মুখে। একইসঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সমালোচনা করেন তিনি। বলেন, “পার্থ অন্যায় করেছে, সে তার শাস্তি পাবে। দল ওর পাশে দাঁড়াবে না।” এরপরই কিছুটা আক্ষপের সুরে বলেন, “পার্থকে আমি হাতে ধরে রাজনীতিতে নিয়ে এসেছি। ওর আত্মজীবনী পড়লেই তা জানা যাবে। পার্থর এইভাবে দুর্নীতির ঘটনায় জড়িয়ে পড়ায় আমার মনে যথেষ্ট দুঃখ ও বেদনা আছে।”
পাশাপাশি নাম না করে দুর্নীতি ইস্যুতে বিজেপিকে বেঁধেন রাজ্যের এই প্রবীণ মন্ত্রী। নীরব মোদীর ১৩,০০০ কোটি টাকার ব্যাঙ্ক দুর্নীতি টেনে বলেন, “৫০০ কোটি না ১৩ হাজার কোটি, কোনটা বড়? নীরব মোদী ব্যাঙ্কের টাকা নিয়ে কীভাবে পালিয়ে গেল সবাই বোঝে।”
এদিকে নিজের বিধানসভা এলাকা খড়দহের একটি খাল সংস্কারের কাজ তদারকি করতে গিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম খাল সংস্কার করে দেব। সেই মতো ১ কোটি ৪৯ লক্ষ টাকা খাল সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে। কিন্তু কাজ শুরু হওয়ার পরও থমকে গিয়েছে। কারণ খাল পাড়ের বেশ কিছু অংশ জবর দখল করে দোকান গড়ে উঠেছে। যদি ব্যবসায়ীরা দোকান সরিয়ে না নেন তবে খাল সংস্কারের কাজ বন্ধ করে দিতে হবে। এর কোনও দায় আমি নেব না।”
কুমোরের বাড়িতে স্মৃতির জন্য মেনুতে মাছ ভাজা, চিংড়ি! থাকল কলমি শাক, গয়না বড়িও