Latest News

বিশ্বকাপের সপ্তাহ খানেক আগেই হার ভারতীয় মহিলা দলের

দ্য ওয়াল ব্যুরো: তীরে এসে তরী ডুবল। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ভারতীয় মহিলা দল হার মানল দক্ষিণ আফ্রিকার কাছে (India Women vs South Africa Women)। টি ২০ বিশ্বকাপের এক সপ্তাহ আগেই হারতে হল হরমনপ্রীতদের। ওয়েস্ট ইন্ডিজকে হারালেও প্রোটিয়া বাহিনীর কাছে উড়ে গেল তারা।

প্রথমে ব্যাট করে ভারত করে ৪ উইকেটে ১০৯ রান। জবাবে আয়োজকরা ৫ উইকেটে ১১৩ রান তুলল ১২ বল বাকি থাকতেই। ১০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার মাঠেই টি ২০ বিশ্বকাপ (ICC T20 Women’s World Cup 2023) শুরু হবে। তার আগে ভারতের সিনিয়র দলের হার শঙ্কায় রেখে দিল।

টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। শুরুতেই আউট হয়ে যান ওপেনার স্মৃতি মান্ধানা। তিনি খাতা খুলতে পারেননি। অন্য ওপেনার জেমাইমা রড্রিগেজও (১১) ব্যর্থ হয়েছেন। ভারতকে টেনেছেন হার্লিন দেওল। তাঁর ব্যাট থেকে এল ৫৬ বলে ৪৬ রানের ইনিংস। চারটি চার মারেন তিনি। চার নম্বরে নেমে অধিনায়ক হরমনপ্রিত দু’টি চারের সাহায্যে করলেন ২২ বলে ২১ রান। দীপ্তি শর্মা (১৬) এবং পূজা বস্ত্রকার (১) সফল হননি।

জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র ২১ রানে ৩ উইকেট হারিয়েছিল। দীপ্তি, স্নেহ রানারা প্রাথমিক ধাক্কা দিলেও লাভের লাভ কিছু হয়নি। ভারতের বোলাররা ব্যর্থ হওয়ায় জয় আর এল না আসল ম্যাচেই।

শেফালি ফের যাবেন ম্যান্ডেলার দেশে, বিশ্বসেরা হওয়ার গল্প শুনিয়ে উদীপ্ত করবেন দিদিদের

You might also like