
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় আরও একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সিএবি সভাপতি থাকাকালীন দুটি জমি নেওয়া হয়েছিল। একটি হাওড়ায়, অন্যটি রাজারহাটে (Rajarhat Stadium)। ইডেন গার্ডেন্সের ওপর চাপ কমাতেই নতুন মাঠ খোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল সিএবি থেকে। মাস্টারপ্ল্যান ছিল সৌরভেরই। তিনি এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার আলোচনা করেছেন। জমি চেয়েছেন সিএবি-র হয়ে।
একটি জমি হাওড়ার ডুমুরজলাতে দেওয়া হয়েছিল। সেই জমিতে স্টেডিয়ামের কাজ শুরু হয়ে গিয়েছে। এবার ইডেনের চাপ কমাতে রাজারহাটে আরও একটি জমির ব্যবস্থা করা হয়েছে। সোমবার সর্বভারতীয় দৈনিকের একটি কনক্লেভে হাজির থেকে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, রাজারহাটের কাজও দ্রুত শুরু হবে। আগামী দু’বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে ওই মাঠের। আমার মনে হয় খুব শীঘ্রই বাংলার মানুষ দ্বিতীয় ইডেন গার্ডেন্স পাবে।
সৌরভ এ মুহূর্তে সিএবি-র কোনও পদে না থাকলেও যেহেতু তাঁর সময়ে জমি পেয়েছিল, সেই কারণে তিনি উদ্যোগ নিচ্ছেন। পাশাপাশি তিনি বলেছেন, মাঠ হল ক্রীড়াবিদদের আসল জায়গা। ভাল মাঠ না হলেও সবটাই বৃথা। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসেরও প্রসঙ্গে টেনেছেন তিনি।
সৌরভ এদিন অনুষ্ঠানে মেজাজেই ছিলেন। তাঁর সঙ্গে অনুষ্ঠানে ছিলেন লিয়েন্ডার পেজ, ঝুলন গোস্বামীরাও। সৌরভ আইপিএলের ব্যাপক প্রশংসা করে বলেছেন, আইপিএল এতটাই সুন্দর পরিকাঠামোয় সাজানো হয়েছে, ব্যর্থ হওয়ার কোনও সম্ভাবনাই নেই। সেই জন্যই দেশের বোর্ড মহিলাদের আইপিএলের কথা ভাবতে পেরেছে। এমনকী বাইরের দেশে আইপিএলের মতো লিগ শুরু হলেও তা সফল হয়নি। তার একটাই কারণ, পরিকাঠামোগত সমস্যা রয়েছে ওই সব দেশে।