
দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকে (Biopic) বড় চমক। মহারাজের জীবন নিয়ে সিনেমায় অভিনয় করতে চলেছেন এম এস ধোনিও (MS Dhoni)। শুক্রবার মুম্বইতে দুই কিংবদন্তির এই বিষয়ে কথাও হয়েছে। ধোনিও একপ্রকার রাজি দাদার বায়োপিকে অভিনয়ের বিষয়ে।
আগামী মার্চ মাস থেকে সৌরভের বায়োপিকের শুটিং শুরু হয়ে যাবে। সিনেমার একটা বড় অংশের শুটিং হবে কলকাতা ও লন্ডনে। এমনকী রাঁচিতেও একটি অংশের শ্যুট নেওয়া হবে।
ধোনির ক্রিকেট জীবনে যেমন সৌরভের বিশেষ অবদান ছিল, তেমনি সৌরভের বায়োপিকেও মাহির একটা বড় অংশ থাকবে।
এর আগে ধোনির বায়োপিক সবদিক থেকে সুপার-ডুপার হিট হয়েছিল। মুম্বইয়ের একটা মহলের ধারণা, ধোনির থেকে হয়তো সেই বিষয়ে পরামর্শ নিয়েছেন মহারাজ। দু’জনেই নিজের নিজের সময়ের সেরা অধিনায়ক। দুই নামী অধিনায়কই দেশকে বহু সাফল্যও এনে দিয়েছেন।
শুধু তাই নয়, শুক্রবারই ফেসবুকে এই ছবি প্রকাশ্যে আসার পরে সেটি নিয়ে গুঞ্জনও শুরু হয়ে গিয়েছে। সৌরভের বায়োপিকে ধোনির অভিনয় করার বিষয়টি নিয়ে অনেকেই সোশ্যাল সাইটে মত দিতে থাকেন।
ধোনির বায়োপিকে তাঁর ভূমিকায় অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। সৌরভের ভূমিকায় ইতিমধ্যেই শোনা যাচ্ছে রণবীর কাপুরের নাম। সেই নিয়ে অবশ্য ঘোষণা হয়নি। সৌরভ মাঝে মধ্যেই মুম্বইয়ে যাচ্ছেন বায়োপিকের কাজে। এমনকী বায়োপিকের চিত্রনাট্যও শোনা হয়ে গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের।
তিতাস সংবর্ধিত ছেলেবেলার স্কুলে, উচ্ছ্বাসের সাগরে ভেসেও সিনিয়রদের সতর্ক করছেন বিশ্বজয়ী