Latest News

‘ধোনিকে ওয়াঘার ওপার থেকে পেয়েছি’, মোশারফকে বাউন্সার দিয়েছিলেন সৌরভ!

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনির ব্যাটিংকে দারুণ পছন্দ করতেন প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ (Parvez Musharrafs)। বিশাখাপত্তনমে ধোনির ১৪৮ রানের ইনিংস দেখে ধোনির ব্যাটিং প্রেমে পড়ে গিয়েছিলেন মোশারফ। ওই ম্যাচ ধোনি খেলেছিলেন পাক দলের বিরুদ্ধেই। সেই ম্যাচ টিভিতে দেখেছিলেন মোশারফ, সেটিও তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন।

২০০৬ সালে ভারতীয় দল পাক সফরে গিয়েছিল। সেই সফরের মধ্যে এক অনুষ্ঠানে মোশারফ ভারতের সেই সময়ের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) ডেকে বলেছিলেন, ‘আরে ক্যাপ্টেন, তোমাদের দলের ওই ধোনিকে কোথা থেকে পেয়েছ?’ জবাবে সৌরভ জানিয়ে দেন, ‘‘স্যার, ধোনিকে পেয়েছি আমরা ওয়াঘার ওপার থেকেই। সেখান থেকেই ওকে খুঁজে নিয়ে এসেছি।’’ মহারাজের মুখ থেকে এই কথা শুনে হেসে ফেলেছিলেন খোদ তৎকালীন পাক প্রেসিডেন্টই।

সৌরভ যে সঙ্গে সঙ্গে এমন উত্তর দেবেন, সেটি ধারণার বাইরে ছিল মোশারফের। সেই কারণেই সৌরভের সঙ্গে অনুষ্ঠানেই অনেকটা সময় কাটিয়েছিলেন ক্রিকেট প্রেমী পাক সেনাবাহিনীর জেনারেল।

শুধু তাই নয়, সৌরভকে ডেকে সতর্কও করেছিলেন মোশারফ। তিনি ভারতীয় দলের অধিনায়ককে জানান, বেশি রাতে পাকিস্তানে আচমকা ক্রিকেটারদের না বেরনোই ভাল। কারণ পাকিস্তানের মানুষ চিনতে পেলে ক্রিকেটারদের ভালবাসার অত্যাচারে অতিষ্ট করতে পারেন। মোশারফের কথা শুনে তারপর থেকে ভারতীয় দলের ক্রিকেটারদের হোটেল থেকে বেরনোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হয়।  

বিস্ফোরক মিয়াঁদাদ, ‘এশিয়া কাপে ভারত খেলতে না এলেও ক্ষতি নেই, ওরা জাহান্নমে যাক!’

You might also like