
দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে ফের একটি পুরনো বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল। ২০০৪ সালে নাগপুরে (Nagpur Test) বিদর্ভের পিচ সবুজ দেখে সরিয়ে নিয়েছিলেন সেইসময়ের ডাকাবুকো অধিনায়ক সৌরভ। ১৯ বছর আগের সেই বিতর্ক ফিরিয়ে আনলেন তৎকালীন বিদর্ভের পিচ কিউরেটার (Curator) কিশোর প্রধান।
তিনি একটি সর্বভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাভাসকার-বর্ডার সিরিজে আমি পিচ বানানোর দায়িত্ব ছিলাম। ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে দলের অধিনায়ক সৌরভ স্পিনিং পিচ বানানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে পেস সহায়ক উইকেট বানানো হয়।’’
ওই প্রাক্তন পিচ কিউরেটার বলেছেন, ‘‘সৌরভ সেই পিচ দেখে ক্ষীপ্ত হয়ে ওঠেন। তিনি আমাকে সরাসরি বলেন, ‘‘কে এই পিচ বানিয়েছে? কার পরামর্শে? আমি সেইসময় বিদর্ভ ক্রিকেট সংস্থার সভাপতি শশাঙ্ক মনোহরের কথা বলেছিলাম। সৌরভ ওঁর সঙ্গেও কথা বলেছিলেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বরং চোটের ভান করে ওই ম্যাচ থেকে সৌরভ নিজেকে সরিয়ে নেন।’’
নাগপুরে ওই টেস্টে সৌরভ না খেললেও পরবর্তীকালে ২০০৮ সালে তিনি এই মাঠ থেকে অবসর ঘোষণা করেন। সেই ম্যাচে নজিরবিহীন গার্ড অব অনার পেয়েছিলেন মহারাজ। তবে সৌরভের সঙ্গে মনোহরের দারুণ সম্পর্ক ছিল, কেউ এটা বলবে না। বরাবর তাঁদের মধ্যে একটা দুরত্ব ছিল।