Latest News

Sonu Nigam: ‘হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়, সংবিধানে এর উল্লেখ নেই’! ভাষা-বিতর্কে সুর চড়ালেন সোনু নিগম

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি কি আমাদের জাতীয় ভাষা? নাকি নয়? এই নিয়ে বিতর্কের শেষ নেই। বর্তমানে দেশজুড়ে এই বিতর্ক নিয়েই চর্চা চলছে। কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপ এবং বলিউড তারকা অজয় দেবগণের মন্তব্য-পালটা মন্তব্য নিয়ে বিতর্কের সূত্রপাত। এবার সেই ভাষা-বিতর্ক নিয়ে মুখ খুললেন গায়ক সোনু নিগমও (Sonu Nigam)।

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই তারকা গায়ক। সেখানে তাঁকে এই হিন্দি বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে সোনুর মন্তব্য, ‘যতদূর আমি জানি হিন্দি রাষ্ট্রীয় ভাষা হিসেবে সংবিধানে উল্লেখ নেই। দেশের সবচেয়ে চর্চিত এবং কথ্য ভাষা হিন্দি। ব্যস, এতটুকুই।’

আরও পড়ুন: SRK Eid: ইদের শুভেচ্ছা জানালেন ‘বাদশা’, ভক্তদের ঢল নামল ‘মন্নত’-এর সামনে

এর পাশাপাশি সোনু নিগমও (Sonu Nigam) কথ্য ভাষার ক্ষেত্রে ভারত ও ভারতীয়দের বিভক্ত করার প্রচেষ্টার সমালোচনা করেছেন। তাঁর প্রশ্ন, ‘এই দেশে কি আমাদের আর কোনও সমস্যা নেই যে আমরা এই ভাষা নিয়ে বিতর্ক করছি। যে মানুষ যেই ভাষায় কথা বলতে চায়, তাঁকে সে ভাষায় কথা বলতে দিন।’

প্রসঙ্গত, দক্ষিণী তারকা কিচ্চা সুদীপ, ‘কেজিএফ ২’-এর ব্যাপক সাফল্যের পর সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, ‘হিন্দি আর আমাদের রাষ্ট্রীয় ভাষা নেই’। সুদীপের এই কথাই হজম করতে পারেননি বলিউডের ‘সিংহম’। অজয় রিটুইট করে পাল্টা লেখেন, ‘কিচ্চা সুদীপ ভাই, যদি তোমার মতা অনুসারে হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা না হয়, তাহলে তুমি কেন তোমার মাতৃভাষায় তৈরি ছবি হিন্দিতে ডাবিং করে রিলিজ করো? হিন্দি আমার মাতৃভাষা এবং আমাদের রাষ্ট্রীয় ভাষা এবং সেটা থাকবেই। জন গণ মন’।

You might also like