
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দীর্ঘ ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বক্তৃতায় যেমন ২০৪৭-এ দেশ কোন জায়গায় পৌঁছবে তার দিশা ছিল তেমনই ছিল দুর্নীতি, পরিবারতন্ত্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ। ঠিক তারপরেই বিজেপির উদ্দেশে চড়া সুরে তোপ দাগলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)।
স্বাধীনতা দিবসের বার্তায় সনিয়া বলেছেন, “এটা একটা আত্মমগ্ন (Self Obsessed) সরকার। যারা নিজেদের জাহির করার জন্য স্বাধীনতা সংগ্রামীদের তুচ্ছ করছে।”
কর্নাটকের বিজেপি সরকার স্বাধীনতা দিবস উপলক্ষে খবরের কাগজে যে বিজ্ঞাপন দিয়েছে সেখানে বাদ দেওয়া হয়েছে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে। সেই প্রসঙ্গ টেনে সনিয়া বলেছেন, ইতিহাস বিকৃত করে স্বাধীনতা দিবসের গরিমাকে রাজনৈতিক সঙ্কীর্ণতার বেড়াজালে আবদ্ধ করেছে দেশের সরকার।
‘দুর্নীতি, পরিবারতন্ত্র সবচেয়ে বড় চ্যালেঞ্জ’, লালকেল্লা থেকে মোদীর নিশানায় বিরোধীরাও!
কংগ্রেস সভানেত্রীর কথায়, এই ৭৫ বছরে দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, ক্রীড়া দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। কিন্তু বর্তমান সরকার সেই ইতিহাসটাকেই ভুলিয়ে দিতে চাইছে। এমন একটা ধারণা তৈরি করা হচ্ছে যে, স্বাধীনতা দিবস উদযাপন এর আগে কখনও হয়নি।