
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। গত ৪ জানুয়ারি থেকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে (hospital) চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর স্বাসকষ্ট হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল তখন।
স্যার গঙ্গারাম হাসপাতালের প্রধান অজয় স্বরূপ আজ জানান, কংগ্রেস নেত্রী এখন পুরোপুরি সুস্থ। চেষ্ট স্পেশ্যালিস্ট অরূপ বসুর নেতৃত্বে ডাক্তারদের একটি টিমকে তাঁর চিকিৎসার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল।
সনিয়া দু’বার করোনায় আক্রান্ত হয়েছেন। বয়স্ক করোনা রোগীদের শ্বাসের সমস্যা হয়। গত ৩ জানুয়ারি সন্ধ্যা থেকে শ্বাসকষ্ট শুরু হওয়ায় সনিয়াকে পরদিন হাসপাতালে ভর্তি করতে হয়। মেয়ে প্রিয়ঙ্কা গত সাতদিন নিয়ম করে মায়ের চিকিৎসা দেখভাল করেছেন। ভারত জোড়ো যাত্রার ফাঁকে রাহুল গান্ধীও একবার মায়ের সঙ্গে হাসপাতালে দেখা করে যান।
মোদীর হাতিয়ার বিশ্বব্যাংক, আইএমএফের রিপোর্ট বলছে ‘ভারতের আর্থিক অবস্থা ভাল’