Latest News

ফের করোনা আক্রান্ত সনিয়া, তিন মাসে দ্বিতীয়বার

দ্য ওয়াল ব্যুরো: ফের করোনা আক্রান্ত হলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী (Sonia Gandhi)। এই নিয়ে গত তিন মাসে দু’বার তিনি করোনা আক্রান্ত (Covid Positive) হলেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করে এই খবর জানান।

জয়রাম রমেশ তাঁর টুইটে কংগ্রেস নেত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর জানানোর পাশপাশি তিনি জানান, বর্তমানে সরকারি নির্দেশ মেনে আইসোলেশনে রয়েছেন।

পাশপাশি এই কয়দিনে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদেরও আইসোলেশনে থাকার কথা। উল্লেখ্য, গতকাল বিহারের বর্তমান উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব সনিয়ার সঙ্গে বৈঠক করেন। এরকম অনেককেই এখন বাধ্যতামূলক আইসোলেশনে যেতে হবে। এদিকে, এই সপ্তাহেই সনিয়া কন্যা প্রিয়ঙ্কা গান্ধীর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

প্রসঙ্গত, গত ১২ জুন করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। সেই সময় তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন তাঁর চিকিৎসা চলে সেখানেই। পরে অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তার পর গত তিন চার ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির মুখোমুখি হয়েছিলেন তিনি।

স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি: ‘সিরাজ-উদ্-দৌলা, টিপুর লড়াইয়ের কথা ভুলে থাকছে দেশ, আক্ষেপ ওয়াইসি

You might also like