Latest News

পান বিক্রি, চা স্টলে বসেও পদক জেতা যায়, প্রমাণ করলেন ‘ভারতের গর্ব’ সংকেত

দ্য ওয়াল ব্যুরো: মুহূর্তের মধ্যে ভারতের প্রায় সবাই নাম জেনে গেল, সংকেত মহাদেব সারগরের (Sanket Sargar)। তিনিই শনিবার বার্মিংহামে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন। ভারত্তোলনে রুপো জিতলেন মহারাষ্ট্রের সাংলির গ্রামের এই অখ্যাত তারকা।

২১ বছরের এই তরুণ ভারত্তোলক বাবার চা-পানের দোকানে প্রায়ই বসেন। লকডাউনে সময় সারা দেশ স্তব্ধ, প্র্যাকটিস করতেন বাড়ির উঠোনে। এমনকি তাঁকে গ্রামের লোকেরা পান, চা স্টলেও বসতে দেখতেন।

কমনওয়েলথে চাক দে ইন্ডিয়া, সংকেতের হাত ধরে প্রথম পদক বার্মিংহামে

সংকেতের বোন কাজলও ভারত্তোলক, যুব গেমসে তিনিও সোনা জিতেছেন। মেয়ে যখন পদক জিতে বাড়িতে এলেন, সেইসময় দাদা সংকেত ছিলেন বাবার চা স্টলে। সেখানেই বোন কাজল গিয়েছিলেন দাদাকে পদক দেখাতে।

গর্বিত বাবা মহাদেব জানিয়েছেন, ‘‘আমার যত কষ্টেই হোক না কেন, ছেলে-মেয়েদের স্টলে বসতে দিই না। কারণ সবাই ওদের খেলোয়াড় হিসেবেই জানে। কিন্তু ওরা আমার কষ্টের কথা ভেবেই দোকানে বসতে চলে যায়।’ কারণ আমার শরীর ভাল থাকে না, সেইসময় ছেলেই আমাকে সহায়তা করতে উদ্যোগী হয়।’’

সংকেতকে নিয়ে বাবা মহাদেব আশাবাদী ছিলেন বরাবরই। তিনি বলেছেন, ‘‘আমার ছেলে ছোটবেলা থেকেই খুব মুখচোরা। কিন্তু নাছোড় মনোভাব ওকে এতদূর নিয়ে এসেছে।’’

২০১৮ সালে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসেও রুপো জিতেছিলেন সংকেত। সেইসময়ই বোঝা গিয়েছিল, বড় সাফল্য অপেক্ষা করছে তাঁর জন্য।

সংকেতও দেশ ছাড়ার আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমি সকাল ছ’টায় দোকানে চলে যাই। কিছুক্ষণ দোকানে বসার পরে প্র্যাকটিসে চলে যাই। ফিরে এসে দুপুরে বিশ্রাম নিয়ে ফের চা স্টলে বসি। এই রুটিন আমার দীর্ঘদিনের।’’

You might also like