Latest News

জলপাইগুড়িতে মাকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন ছেলের, নেশার টাকা না দেওয়ায় অশান্তি

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কাজকর্মের দিকে ঝোঁক ছিল না। সারাক্ষণ নেশাতেই ডুবে থাকত। সেই নেশার টাকা না পেয়েই পাথর দিয়ে মেরে মেরে মায়ের (mother) মাথা থেঁতলে খুন (murder) করে দিল ছেলে (son)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) মেটেলি ব্লকের ইনডং চা বাগানে। ঘটনার বীভৎসতায় শিউরে উঠেছেন চা শ্রমিকেরা। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ওই চা বাগানে গিয়ে অভিযুক্ত যুবক রাজু ওঁরাওকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইনডং চা বাগানের বন্দনা লাইনের বাড়িতে মদ্যপ অবস্থায় ছেলে রাজু ওঁরাও তার বৃদ্ধা মা এতোয়ারী ওঁরাওয়ের কাছ থেকে নেশা করার জন্য আরও টাকা চেয়ে চাপ দিতে শুরু করে। এতোয়ারী সেই টাকা দিতে অস্বীকার করলে রাজু প্রথমে মোটা লাঠি দিয়ে মা’কে মারতে শুরু করে। আঘাত সহ্য করতে না পেরে বৃদ্ধা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। এরপরই নেশার তাড়নায় মায়ের মাথা পাথর দিয়ে মেরে মেরে থেঁতলে দেয়।

এমন ঘটনা দেখে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা সবাই মিলে রাজু ওঁরাওকে বেঁধে রেখে খবর দেন মেটেলি থানায়। পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। এই খুনের কথা জানতে পেরে এলাকায় যান নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা, গ্রাম পঞ্চায়েত সদস্য সাগর মুণ্ডা-সহ অন্যান্যরা। বৃদ্ধার জামাই এতোয়া ওঁরাও জানান মাঝেমধ্যেই রাজু মদ্যপ অবস্থায় এসে মায়ের ওপর অত্যাচার করতো। এবার মেরেই ফেলল। অন্যদিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মুর্শিদাবাদে ফের চলল বোমা-গুলি, মৃত ১! পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হচ্ছে নবাবের জেলা

You might also like