Latest News

স্বল্পবসনা স্মৃতি ইরানির ২৪ বছরের পুরনো ভিডিও ভাইরাল, তৃণমূলকে তোপ লকেটের

দ্য ওয়াল ব্যুরো: গেরুয়া শিবিরের সাইবার গুরু বলা হয় অমিত মালব্যকে। বিজেপির আইটি সেলের মাথা তিনিই। সেই অমিত শুক্রবার সকালে একটি টুইট করেছিলেন। তার পাল্টা আবার তৃণমূলের ঋজু দত্ত একটি ভিডিও টুইট করেছেন। ঋজুর সেই টুইট নিয়েই তেলেবেগুনে জ্বলে উঠেছে বিজেপি। তোপ দেগে পৃথকভাবে টুইট করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিঁধেছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।

ব্যাপার কী?

বৃহস্পতিবার ছিল কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের (KIFF) উদ্বোধন। নেতাজি ইনডোরে বর্ণাঢ্য উদ্বোধনে শাহরুখ খান, অমিতাভ বচ্চনরা উপস্থিত ছিলেন। ছিলেন গায়ক অরিজিৎ সিংও। অরিজিৎকে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্মান দেওয়ার পর সবাই অনুরোধ করেন দু’কলি গাইতে। দেখা যায় আঙুল তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছেন, একটা গান, একটু হোক!

অনুরোধ ফেলেননি অরিজিৎ। পোডিয়ামে তিনি গান ‘রং দে তু মোহে গেরুয়া!’ শাহরুখ ও কাজল অভিনীত দিলওয়ালে ছবির সুপার হিট গানটি অরিজিতেরই গাওয়া।

কিন্তু কে জানত অরিজিতের গাওয়া ওই দু’কলি নিয়ে বিজেপি এইভাবে নামবে?

দেখা যায় ওই ফুটেজ টুইট করে অমিত মালব্য লিখেছেন, ‘এটা ছিল একটা উপলব্ধির সন্ধ্যা। যেখানে অমিতাভ বচ্চন থেকে অরিজিৎ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিয়েছেন, বাংলার ভবিষ্যৎ গেরুয়া।’

ওই টুইটের নীচে গিয়ে তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত একটি ভিডিও টুইট করেন। ১৯৯৮ সালের ফেমিনার সুন্দরী প্রতিযোগিতায় হেঁটেছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani)। তাঁর পরনে স্বল্প পোশাক। সরু স্ট্র্যাপের টপটাও গেরুয়া রঙের।

এরপরেই মহিলাদের প্রতি তৃণমূলের সম্মান বোধ নিয়ে সরব হয়েছে বিজেপি। লকেট টুইট করে লিখেছেন, ‘এইসব অসামাজিক, নারীবিদ্বেষী লোকজনকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখপাত্র বানিয়েছেন। তাঁর লজ্জা পাওয়া উচিত। এঁদের মতো পুরুষদের জন্যই আজ নারীর সম্মান বিপন্ন।’

বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি পুরোদস্তুর অভিনয়ে নামার আগে মডেলিং করতেন। লকেটও বাংলা সিনেমার দীর্ঘদিনের অভিনেত্রী। সেদিক থেকে দু’জনের মিল রয়েছে। অভিনয় থেকেই দু’জনে বিজেপিতে গিয়েছেন।

কিন্তু অরিজিৎ কি জানতেন তাঁর গাওয়া গান এমন রাজনৈতিক বাকযুদ্ধের উপাদান হয়ে উঠবে?

ডেরেকের প্রশ্ন লুফে নিলেন চিদম্বরম, আটা-ময়দার দাম কি বাড়বে?

You might also like