
এবার এইসব সমস্যা সমাধানের পথ খুলে দিচ্ছে ভারতের অন্যতম এন্টারপ্রাইজ কেন্দ্রিক সংস্থা স্মার্টওয়ার্ক। তাদের নতুন উদ্যোগ স্মার্টওয়ার্ক প্রযুক্তি পরিষেবা।
এবার আপনার হাতের মুঠোয় চলে আসবে সমস্ত ব্যবস্থাপনা। আপনি সহজেই এই পরিষেবা থেকে জানতে পারবেন আপনার বিল্ডিং আপনি কীভাবে সাজাবেন। এই নতুন উদ্যোগে থাকছে যেমন বিল্ডিং অপারেটিং প্ল্যাটফর্মের সুবিধা তেমনই থাকছে ওয়ার্কস্পেস ম্যানেজমেন্ট প্রোডাক্ট কেনার সুবিধা। কর্মক্ষেত্র পরিচালনার ক্ষেত্রে এই নতুন ব্যবস্থাপনা আপনাকে সাহায্য করবে।
নিরাপত্তা, গোপনীয়তা এবং নিরাপত্তার সঙ্গে সঙ্গে কর্মীদের স্বাস্থ্য এবং উৎপাদনশীলতাকে অগ্রাধিকার দিয়েই নতুন প্রযুক্তি তৈরি হয়েছে। পাশাপাশি অফিসে ব্যবহৃত জিনিসকে আরও দক্ষতার সঙ্গে ও টেকসইভাবে পরিচালনার করারও চেষ্টা করবে এই নয়া প্রযুক্তি। ১০০মিলিয়ন ইউএস ডলার অর্থ ব্যয়ে এই নতুন প্রযুক্তি তৈরি হচ্ছে।
বিশ্বব্যাপী এন্টারপ্রাইজ সংস্থাগুলোকে তাদের উৎপাদনশীলতা ও কর্মক্ষম দক্ষতার সঙ্গে পরিচালনা করার সুযোগ মিলবে। এছাড়াও জায়গা সংক্রান্ত যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে কাজে গতি আনতেও সক্ষম হবে এই প্রযুক্তি, দাবি সংস্থার।
স্মার্টওয়ার্কের প্রতিষ্ঠাতা নীতিশ সারদা জানান, ‘আমরা নতুন ব্যবসার দিগন্তে পা রাখতে এবং বিশ্বব্যাপী সংস্থাগুলিকে তাদের সমস্ত রিয়েল এস্টেট চাহিদাগুলি পরিচালনা করতে এই প্ল্যাটফর্ম অফার করছি৷’ এই প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানির নতুন সিইও অনুজ নাগপালকে। নতুন পদে দায়িত্ব পেয়ে তিনি জানান, ‘আমি স্মার্টওয়ার্কস টিমে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত এবং একটি প্রতিভাবান দলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।’ আগামী দুই বছরের মধ্যে এই স্মার্টওয়ার্কে শতাধিক কর্মী নিয়োগের ভাবনা আছে সংস্থার। যা কর্মসংস্থানের পথ খুলে দেবে।