
দ্য ওয়াল ব্যুরো: মাদক পাচারের ব়্যাকেট (Drug Racket) চালায় শ্বশুর-বউমা মিলে! আগেই খবর পেয়েছিল পুলিশ। কিন্তু বিশ্বাস হয়নি। তবে শেষ পর্যন্ত হাতেনাতে শশুর-বউমাকে বমাল সমেত আটক (arrested) করার পর রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন পোড় খাওয়া পুলিশ কর্তারা। তাঁদের মনে একটাই প্রশ্ন, এমনও হয়! ধৃত শ্বশুরের নাম বাবলু মহম্মদ আর বউমার নাম ফতিমা বিবি। শিলিগুড়ির (Siliguri) ঘটনা।
তৃণমূল বিধায়কের পরিবারের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা গ্রহণ করতে নির্দেশ আদালতের
শিলিগুড়ির মাটিগাড়া থানার সুকান্তপল্লীতে হানা দিয়ে একটি বাড়িতে তল্লাশি চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ। সেখান থেকে ৪৫ কেজি গাঁজা ও নগদ ৩৪ লক্ষ ৪০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়। নীল প্লাস্টিকে যত্ন করে মোড়া ছিল গাঁজা। তবে তল্লাশি অভিযানের প্রথমেই নগদ টাকা নজরে পড়েনি। কিন্তু অভিজ্ঞ অফিসাররা বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর বাড়ির নিচ থেকে এই বিপুল পরিমান নগদ টাকার সন্ধান পান।
হেড মাস্টারকে বেনজির শাস্তি হাইকোর্টের, স্কুলে ঢোকা ঠেকাতে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি মনীষ যাদব জানিয়েছেন, কোচবিহার থেকে এই গাঁজা পাচার হচ্ছিল। তবে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থের উৎস কী তা পুলিশ খতিয়ে দেখছে। শশুর-বউমার একসঙ্গে মাদক পাচার চক্রে জড়িত থাকার এই ঘটনায় শিলিগুড়িতে শোরগোল পড়ে গিয়েছে।