
দ্য ওয়াল ব্যুরো: সিঙ্ঘম (Singham), সূর্যবংশী থেকে সিমবা, রোহিত শেট্টির (Rohit Shetty) হাত ধরে একের পর এক ছবি পেয়েছে বলিউড, যার কেন্দ্র চরিত্রে রয়েছে পুলিশকর্মী। রোহিত শেট্টির সেই পুলিশের দুনিয়াতেই অজয় দেবগণ, অক্ষয় কুমারদের পর নব সংযোজন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। পুলিশের সাজে সিদ্ধার্থের নতুন লুক সামনে এনে চমকে দিলেন পরিচালক।
আরও পড়ুন: রাজকুমার হিরানির সঙ্গে হাত মেলাচ্ছেন শাহরুখ! তেইশের ক্রিসমাসে বলিউডি চমক
রোহিত শেট্টি (Rohit Shetty) এদিন নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সিদ্ধার্থেই ছবি। সেখানে পুলিশের উর্দি গায়ে দেখা যাচ্ছে সিদ্ধার্থকে, তবে তিনি পিছন ঘুরে রয়েছেন। তাঁর ব্যাকগ্রাউন্ডে সারি সারি পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই ছবি পোস্ট করে রোহিত ধোঁয়াশা বজায় রেখেছেন, খোলসা করে কিছুই না বলে লিখেছেন, আগামীকাল সকাল ১১টায় অ্যাকশন শুরু হবে।
এই ছবি পোস্ট করে সিদ্ধার্থ আবার লিখেছেন, রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’ কাল সকাল ১১টা থেকে ডিজিটাল হচ্ছে।
সিদ্ধার্থ, রোহিতের এই ধোঁয়াশায় তাঁদের অনুরাগীদের আগ্রহ আরও বেড়ে গেছে। এখন অধীর আগ্রহে তাঁরা বুধবার সকাল ১১ টা বাজার অপেক্ষায় রয়েছেন। সিদ্ধার্থকে নিয়ে রোহিত শেট্টি কী ভাবছেন, কোন গল্প তৈরি করছেন তা নিয়ে কৌতূহল যেন বাঁধ মানছে না।
রোহিত শেট্টির পরিচালনায় অক্ষয় কুমার অভিনীত সূর্যবংশী বক্স অফিসে সোনা ফলিয়েছে। তার আগে সিঙ্ঘন কিংবা রণবীর সিংয়ের সিমবাও সাড়া ফেলে দিয়েছিল। এবার সিদ্ধার্থের সঙ্গে জুটি বেঁধে রোহিত শেট্টি তেমনই কিছু চমকপ্রদ উপস্থাপন করবেন, আশায় ভক্তরা।