Latest News

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ছবি প্রকাশ্যে, দেখুন নবদম্পতির ছবি

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) এবং কিয়ারা আডবানির (Kiara Advani) বিয়ের ছবি। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ কিয়ারা ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেন। নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

বিয়ের দিন পিছিয়ে গিয়েছে হঠাৎই। ৬ ফেব্রুয়ারির পরিবর্তে তাঁরা ছাদনাতলায় উঠেছেন ৭ তারিখ। মঙ্গলবার জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বিয়ের সানাই বেজে গিয়েছে জানলেও বিয়ের ছবি কিছুতেই দেখা যাচ্ছিল না। যেন নিশ্ছিদ্র নিরাপত্তায় ছবি আগলে রেখেছিলেন তারকা যুগল।

দুপুরের পর থেকেই তাই শুরু হয়েছিল অপেক্ষা। বিয়েতে কী রঙে সাজলেন কিয়ারা, সিডের পোশাকই বা কেমন হল, তা জানতে মুখিয়েছিলেন অনুরাগীরা।

অবশেষে মঙ্গলবার রাতে কিয়ারা নীরবতা ভাঙলেন। ইনস্টাগ্রামে বিয়ের তিনটি ছবি পোস্ট করে তিনি লেখেন তাঁদের একটি ছবির চেনা সংলাপ, “অব হামারি পার্মানেন্ট বুকিং হো গয়ি হ্যায়” (এবার স্থায়ী ভাবে আমরা একে অপরের সঙ্গে বাঁধা পড়লাম)।

‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে বড়পর্দায় দেখা গিয়েছিল সিদ্ধার্থ-কিয়ারাকে। জুটির বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সেই ছবির সংলাপটি লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে।

Image - সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ছবি প্রকাশ্যে, দেখুন নবদম্পতির ছবি

বিয়ের ছবিতে দেখা গিয়েছে, ঘিয়ে রঙের শেরওয়ানিতে সেজেছেন সিদ্ধার্থ। কিয়ারা পরেছেন হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। কনের সাজ পরিপূর্ণ হয়েছে সবুজ আর সাদা পাথরের ঝকঝকে গয়নায়।

সিদ্ধার্থও একই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। একই সংলাপে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। প্রথম দু’টি ছবিতে দেখা গিয়েছে, একে অপরের গালে চুম্বন এঁকে দিচ্ছেন সিড-কিয়ারা। তৃতীয় ছবিতে বিয়ের মণ্ডপে বসে একে অপরের দিকে তাকিয়ে হাত জোড় করেছেন তারকা দম্পতি। তাঁদের বিয়ের আরও ছবি দেখার অপেক্ষায় অনুরাগীরা।

সিদ্ধার্থ-কিয়ারার চারহাত এক, অবশেষে প্রকাশ্যে প্রথম ছবি

You might also like