Latest News

বিরাটদের হারের পরই গিল ও তাঁর বোনকে ভয়ানক ট্রোল! ধর্ষণ থেকে খুনের হুমকি, বাদ নেই কিছুই

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি ও আরসিবির প্লে-অফে যাওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন একাই তিনি! সেই কাঁটা পেরিয়ে এবারও প্লে-অফে যেতে পারলেন না বিরাট কোহলিরা। ভাল খেলেও গুজরাতের বিরুদ্ধে হারতে হল তাঁদের, আরও ভাল করে বললে শুভমান গিলের (Shubhman Gill) কাছে। তাঁর দুরন্ত সেঞ্চুরি আরসিবি ভক্তদের সব স্বপ্ন চুরমার করে দিয়েছে। কোহলির সেঞ্চুরি ম্লান হয়ে গেল গিলের শতরানের কাছে।

হার-জিত খেলারই অঙ্গ। কিন্তু রবিবার ম্যাচে বেঙ্গালুরুর হার, প্লে-অফে যেতে না পারায় ক্ষুব্ধ আরসিবি ভক্তদের একাংশ।

সোশ্যাল মিডিয়ায় শুরু হয় গিলকে কটাক্ষ করা (Shubhman Gill and his sister got murder and rape threat)।
Home sweet home, says Shubman Gill on arrival at home | Cricket News -  Times of India

কেউ কেউ আবার সমালোচনা করতে গিয়ে কটূক্তি করতেও ছাড়ছেন না। শুধু একা গিল নন, ভক্তদের কটাক্ষের শিকার হয়েছেন শুভমানের বোন শাহনীলও (Shubhman Gill and his sister)।

ম্যাচ শেষে শাহনীল একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। যদিও পোস্টটি গতকালের ম্যাচের নয়, তবে সেই পোস্টেই ধেয়ে এসেছে আরসিবি ভক্তদের একাংশের বিভিন্ন কুরুচিকর মন্তব্য। ধর্ষণ থেকে খুনের হুমকি কিছুই বাদ যায়নি।

এমন ঘটনা নতুন নয়। বিরাট যখন রান পাচ্ছিলেন না তখন তাঁকে আক্রমণ করতে গিয়ে অনেকেই টেনে এনেছিলেন স্ত্রী অনুষ্কা শর্মাকে। তাঁকে নিয়ে বিভিন্ন কুরুচিকর মন্তব্য ও মিমও বানিয়েছিলেন কেউ কেউ। শুধু অনুষ্কা নয়, এমনকী বিরাটের রান না পাওয়া নিয়ে তাঁর বাচ্চা মেয়েকেও আক্রমণ করেছে অনেকেই।

আরসিবি ভক্তদের এই কীর্তিতে চটেছেন নেটিজেনদের একাংশ। ম্যাচ হারের কারণে এমন ব্যক্তিগত আক্রমণ ভালভাবে নেননি তাঁরা। মাঠের বাইরে যতই গিলকে আক্রমণ করুক না বিরাট ভক্তরা, মাঠের মধ্যে অন্য চিত্র ধরা পড়ল ক্যামেরায়। ম্যাচ শেষে গিলকে জড়িয়ে ধরেন কোহলি। বুঝিয়ে দিয়েছেন তাঁদের মধ্যে কোনও শত্রুতা নেই।

গভীর রাতে ঠিক হল প্লে অফের অঙ্ক, হার্দিক বনাম ধোনি, মুম্বই বনাম লখনউ

You might also like