
দ্য ওয়াল ব্যুরো: উনষাট বছরে পা দিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁর জন্মদিন (Birthday) পালন করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Shovan Chatterjee Baishakhi Banerjee)। সেই ছবি পোস্ট করলেন ফেসবুকেও।
শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিনে আকাশি পোশাকে সেজেছিলেন বৈশাখী। হালকা নীল সালোয়ার কামিজে মিষ্টি দেখাচ্ছিল তাঁকে। সঙ্গে পরেছিলেন ম্যাচিং গয়নাও।

তবে শোভন চট্টোপাধ্যায়ের পোশাকের সঙ্গে এবার আর তাঁর পোশাকে রঙ মেলেনি। শোভন পরেছিলেন সাদা পাঞ্জাবি। ছবিতে দেখা গেছে বৈশাখীর মেয়ে মহুলকেও। সেও দারুণ সেজেছে শোভনের এই বিশেষ দিনে।

ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে শোভনকে জড়িয়ে তাঁর গালে চুমু খাচ্ছেন বৈশাখী। আর একটি ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে আছেন তাঁরা, হাতে লাল গোলাপের তোড়া। পরের ছবিতে শোভন-বৈশাখীর সঙ্গে দেখা গেছে বৈশাখীর মেয়ে মহুলকে। এছাড়া মহুলকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন শোভন, এমন ছবিও ফেসবুকে পোস্ট করেছেন বৈশাখী।
আরও পড়ুন: দক্ষিণেশ্বর কালীমন্দিরের নামে ভুয়ো টুইট, পুলিশের দ্বারস্থ কর্তৃপক্ষ
ছবিগুলি থেকে একটা বিষয় স্পষ্ট, শোভনের জন্মদিনটা একান্ত ঘরোয়াভাবেই পালন করেছেন বৈশাখী। বিশেষ কিছু জাঁকজমক ছিল না তাতে। নিজেদের মধ্যেই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে দিনটা উদযাপন করা হয়েছে।