
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: জাতীয় সড়কে শ্যুটআউট (Shootout At National Highway)। বৃহস্পতিবার গভীর রাতে খড়গপুর থানার (Kharagpur Police Station) অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কে জকপুর রেলসেতুর সামনে একটি ট্রাকের খালাসিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ খালাসি নাজমুল সাকিনকে (২২) উদ্ধার করে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই কলকাতায় পিজি হাসপাতালে পাঠানো হয় তাকে। নাজমুলের মাথায় গুলি লেগেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত দুটো নাগাদ চালক ও খালাসি শৌচকর্ম করতে জকপুর রেলসেতুর কাছে জাতীয় সড়কের উপর ট্রাক থামায়। অভিযোগ, এই সময় একটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়। বন্দুক দেখিয়ে তাদের কাছ থেকে প্রায় ৫-৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে সময় নাজমুল বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি চালায় ছিনতাইকারীরা। এরপরেই মোটরবাইক নিয়ে চম্পট দেয়। নাজমুলের মাথায় গুলি লেগেছে।
কেষ্টকে জেলেই থাকতে হবে আরও ১৪ দিন
নাজমুল কেশপুরের মুগবসানের বাসিন্দা। তাদের আর্তনাদ শুনে ওই গভীর রাতে স্থানীয় দু-একজন এগিয়ে আসেন। খবর পেয়ে ছুটে আসে পুলিশও। নাজমুলকে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতেই কলকাতায় রেফার করেন ডাক্তাররা। রাতেই পিজি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ঘটনা প্রসঙ্গে খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি জানান, গভীর রাতে জাতীয় সড়কে গুলিতে একজন আহত হয়েছেন। নিছকই ছিনতাই না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।