
দ্য ওয়াল ব্যুরো: প্রযোজক বনাম ফেডারেশন সংঘাত চরম আকার নিয়েছিল। যার ফলে থমকে গিয়েছিল স্টুডিও পাড়ায় নতুন, পুরনো ধারাবাহিকের কাজ। শেষপর্যন্ত সেই নিম্নচাপ কাটল। আজ বুধবার থেকেই শ্যুটিং শুরু হচ্ছে টালিগঞ্জে।
গতকাল প্রযোজক সংগঠনের সঙ্গে বৈঠক হয় ফেডারেশনের। সেখানে উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী। সেই বৈঠকেই জট কেটেছে।
এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টলি পড়ার জট কাটাতে উদ্যোগী হয়েছিলেন। পরমব্রত চট্টোপাধ্যায় কার্যত মুখ্যমন্ত্রীর দূত হয়ে মধ্যস্থতার চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি।
উল্টে স্বরূপ বিশ্বাসের হুমকিতে কাজ হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছিল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব টেলিভিশন প্রোডিউসর্স (ডব্লিউএটিপি) এবং আর্টিস্ট ফোরাম। তবে আপাতত নিম্নচাপ কেটেছে। কিন্তু অনেকেই সন্দিহান কতদিন এই স্থিতাবস্থা থাকবে তা নিয়ে।