
দ্য ওয়াল ব্যুরো: গাছের নীচে বেদী তৈরি করে তার উপর রাখা হয়েছিল শিবলিঙ্গ। গভীর রাতে তাতেই ভাঙচুর চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে (Shivalinga Vandalised)। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pardesh)দামোহ জেলার বিলওয়ারি মহল্লায় রবিবার রাতে। সূত্রের খবর, একটি অশ্বত্থ গাছের নিচে বেদী বানিয়ে তার উপর একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা ছিল। কোনও মন্দির ছিল না। স্থানীয়রা হঠাৎই খেয়াল করেন, এক যুবক ভাঙচুর চালাচ্ছে শিবলিঙ্গটিতে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় থানাতেও। ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে পুলিশ।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেই রাতেই এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সে মদ্যপ অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে। দামোহ জেলার পুলিশ সুপার ডিআর টেনিবার জানিয়েছেন, ‘অভিযুক্তকে রবিবার রাতেই গ্রেফতার করা হয়েছে। সে মদ্যপ অবস্থায় ছিল তখন। শিবলিঙ্গটি কোনও মন্দিরে নয়, বরং একটি অশ্বত্থ গাছের তলায় খোলা অবস্থায় রাখা ছিল। মদ খেয়ে অভিযুক্ত যুবক সেটির উপর একটি বড় পাথর তুলে ছুড়ে মারে।’
ওই যুবক যে সম্প্রদায়ের, সেই একই সম্প্রদায়ভুক্ত কয়েকজন প্রত্যক্ষদর্শী অভিযুক্তের ব্যাপারে জানায় পুলিশকে। জেরায় শিবলিঙ্গটি ভাঙার কথা স্বীকার করেছে অভিযুক্ত, জানিয়েছে পুলিশ।
করোনার বিস্ফোরণ চিনে, হাজারে হাজারে মৃত্যু, গোটা বিশ্বে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা