Latest News

Shilpa Shetty: সোশ্যাল মিডিয়া ছাড়লেন শিল্পা! হঠাৎ কেন পোস্ট করলেন কালো ছবি

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। বৃহস্পতিবার পোস্ট করে তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া তাঁর বড্ড বোরিং লাগছে। রোজ রোজ এক জিনিস এখানে দেখতে দেখতে তিনি ক্লান্ত। তাই আপাতত ইনস্টাগ্রাম, টুইটার সমস্ত ছেড়ে দিচ্ছেন শিল্পা।

তাহলে? আবার কবে সোশ্যাল মিডিয়ায় ফিরবেন তিনি (Shilpa Shetty)?

নির্দিষ্ট করে কামব্যাকের কোনও দিনক্ষণ জানান তিনি শিল্পা (Shilpa Shetty)। শুধু বলেছেন, আবার যেদিন নতুন কিছু খুঁজে পাওয়া যাবে, সেদিন সোশ্যাল মিডিয়ায় ফিরবেন তিনি।

এদিন সকাল সকাল ইনস্টাগ্রামে একটি কালো ছবি পোস্ট করেছেন শিল্পা শেট্টি। সে ছবিতে কিচ্ছু নেই। ছবির সঙ্গে লিখেছেন, এই একঘেয়েমিতে আমি ভীষণ ক্লান্ত। এখানে সবকিছুই একইরকম লাগছে। যতদিন না নতুন কোনও অবতার পাওয়া যাচ্ছে আমি সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিচ্ছি।

সকাল সকাল শিল্পার এমন পোস্ট দেখে তাঁর ভক্তরা মুষড়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়ই ছিলেন তিনি। মাঝেমধ্যেই পরিবার, বন্ধুবান্ধবদের ছবি সেখানে শেয়ার করেন তিনি। আপডেট দেন নিজের কাজকর্মেরও। তাঁর এভাবে ব্রেক নেওয়ার খবর পেয়ে অনেকেরই তাই মন খারাপ।

You might also like