
দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দিন চারেক আগে ভারতীয় শিবিরে বড় বিপর্যয়। দলের মোট পাঁচ ক্রিকেটারসহ মোট আট সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় ভারতীয় বোর্ড বড় সমস্যায় পড়ে গিয়েছে। ৬ ফেব্রুয়ারি থেকে আমদাবাদে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ, তার আগে এমন ঘটনায় ভারতীয় ক্রিকেটমহল দিশেহারা।
করোনা আক্রান্ত দলের মোট ৮ সদস্য, যাঁদের মধ্যে তিনজন মূল স্কোয়াডের ক্রিকেটার রয়েছেন। তিন ক্রিকেটারের মধ্যে আবার দু’জন ওপেনার।
তালিকায় বড় নাম শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান ও ঋতুরাজ গায়কোয়াডের। এ ছা়ড়া রিজার্ভে থাকা নবদীপ সাইনিও করোনায় আক্রান্ত। জানা গিয়েছে, টি-টোয়েন্টি দলে থাকা অক্ষর প্যাটেলেরও করোনা ধরা পড়েছে। তিনি এক দিনের সিরিজের দলে নেই। এ ছাড়া, বাকিরা সবাই দলের সাপোর্ট স্টাফ।
পাশাপাশি ফিল্ডিং কোচ টি দিলীপ ও নিরাপত্ত সংযোগ আধিকারিক বি লোকেশের করোনা টেস্ট করা হয় ৩১ জানুয়ারি। রিপোর্ট পজিটিভ আসে। ৩১ জানুয়ারি ঋতুরাজ গায়কোয়াড়ের প্রথম রাউন্ডের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ ছিল। তবে ১ ফেব্রুয়ারির রিপোর্টে তিনি পজিটিভ চিহ্নিত হন।
শ্রেয়স আইয়ার ও ম্যাসাজ থেরাপিস্ট রাজীব কুমারের ২ ফেব্রুয়ারির করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারির প্রথম দু’রাউন্ডের করোনা টেস্টে তাঁরা নেগেটিভ চিহ্নিত হয়েছিলেন।
তিন ম্যাচের সিরিজের জন্য বাড়তি ওপেনারের দরকার অনুভব করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই জাতীয় নির্বাচকরা তড়িঘড়ি টেস্ট দলের নির্ভরযোগ্য ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে ভারতের ওয়ান ডে স্কোয়াডের সঙ্গে জুড়ে দেন।
মায়াঙ্ক এর আগে ৫টি ওয়ান ডে খেলে সাকুল্যে ৮৬ রান সংগ্রহ করেছেন। তিনি শেষবার ওয়ান ডে খেলেন ২০২০-র নভেম্বরে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
ভারতের ওয়ান ডে দল: রোহিত শর্মা (অধিঃ), লোকেশ রাহুল (সহ অধিঃ), ঋতুরাজ গায়কোয়াড, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আবেশ খান ও মায়াঙ্ক আগরওয়াল।