Latest News

শিখর অন্য নারীতে আসক্ত, প্রাক্তন স্ত্রীর অভিযোগের পরেও আদালতে গব্বর

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের নামী ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) গুরুতর সমস্যায়। তাঁর প্রাক্তন স্ত্রী (ex-wife) আয়েশা মুখোপাধ্যায় অভিযোগ করেছেন, তাঁর স্বামী শিখর অন্য মহিলাতে আসক্ত, সেই কারণেই তাঁর সঙ্গে সম্পর্ক রাখেনি।

শুধু তাই নয়, শিখর তাঁর সঙ্গে গত কয়েক বছর ধরেই সু সম্পর্ক বজায় রাখেন নি। প্রসঙ্গত, গত বছরেই শিখরের সঙ্গে আয়েশার বিচ্ছেদ হয়ে গিয়েছে ।

স্ত্রীর আনা অভিযোগ খণ্ডন করেছেন ভারতীয় ক্রিকেটের গব্বর। তিনি ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি পাল্টা স্ত্রীর বিরুদ্ধে নালিশ করেছেন আদালতে। এটাই জানিয়েছেন, আয়েশা ইচ্ছে করে তাঁর নামে অপপ্রচার করছেন। যা নয়, সেটাই বলছেন বিভিন্ন মহলে। পাশাপাশি দিল্লি আইপিএল দলের মালিককে মোবাইলে মেসেজ করে শিখরের নামে নানা কথা বলছেন। ধাওয়ান বলেছেন এটার একটা বিহিত হওয়া দরকার।

আদালতের পক্ষে বলা হয়েছে, শিখরের বিরুদ্ধে আয়েশা ক্রিকেটারের কোনও আত্মীয় স্বজনদের মেসেজ কিংবা নেট মাধ্যমে কোনও কিছু লিখতে পারবেন না। কোনও প্রমাণ ছাড়া এমন অভিযোগ করা যায় না কারও বিরুদ্ধে, জানিয়েছে আদালত।

আদানির শেয়ারের দাম আদতে কত হওয়া উচিত, হিসাব করলেন অশ্বথ দামোদরন

You might also like