
এর পরে উদ্ধব আরও স্পষ্ট করে বলেন, মারাঠা বাদে মুসলমান ও অন্যান্য কয়েকটি সম্প্রদায়ের জন্যও সংরক্ষণের কথা ভেবে দেখতে হবে। তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কি চান মুসলমানদের জন্যও সংরক্ষণ হোক? তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের তরফে যদি যুক্তিসঙ্গত দাবি করা হয় তাহলে অবশ্যই বিবেচনা করতে হবে।
উদ্ধবের বক্তব্যকে সমর্থন জানিয়ে অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিন-এর তরফে বিবৃতি দিয়েছেন বিধায়ক ইমতিয়াজ জলিল। তিনি বলেন, শিবসেনা প্রধানের বক্তব্য ইতিবাচক। তাদের দেখে বিজেপির শিক্ষা নেওয়া উচিত। বিজেপির কয়েকজন নেতা নিয়মিত মুসলিমদের বিরুদ্ধে বলেন।
সংরক্ষণ প্রসঙ্গে জলিল বলেন, হাইকোর্ট মারাঠাদের জন্য সংরক্ষেণের দাবি মানেনি। কিন্তু মুসলিমদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণের দাবি মেনে নিয়েছিল। দুঃখজনক ব্যাপার হল ফড়নবিশ সরকার হাইকোর্টের নির্দেশ মানেনি।
তিনি জানিয়েছেন, শিক্ষা বাদে চাকরিতেও যাতে মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয় সেজন্য তাঁদের সংগঠন শীঘ্র আন্দোলনে নামতে চলেছে।