Latest News

পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ হাসিনার, ঢাকা থেকে চিঠি এল নবান্নে

দ্য ওয়াল ব্যুরো: গত জুনেই উদ্বোধন হয়েছে বাংলাদেশের বহুকাঙ্খিত পদ্মা সেতুর (Padma Setu)। সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) নিজে হাতে সেতুর উদ্বোধন করেছেন। এবার বাংলাদেশের স্বপ্নের সেই সেতু দেখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আমন্ত্রণ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মমতাকে ছোট বোন বলে সম্বোধন করে মঙ্গলবার ওই আমন্ত্রণপত্র পাঠিয়েছেন মুজিবর-কন্যা।

ওই চিঠিতে হাসিনা লিখেছেন, ‘পদ্মা সেতু (Padma Setu) বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে ও বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।’

ভূপিন্দরের প্রেমে পড়েন বাংলাদেশের মিতালি মুখার্জী, সুরের বাঁধনে গড়েন সংসার, শেষ সময়েও ছিলেন পাশে

এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশে সফরে যাওয়ার জন্যেও আমন্ত্রণ করেছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর মাসেই ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তাঁর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হবে বলেও আশাবাদী তিনি।

উল্লেখ্য, গত ২৫ জুন পদ্মা সেতুর (Padma Setu) উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটিই বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। এই সেতুর দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার। এশিয়ার অন্যতম দীর্ঘ পদ্মা সেতু এখন বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। সেই সেতুই সচক্ষে দেখার জন্য এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন হাসিনা।

You might also like