Latest News

বাংলাদেশে মেট্রো এবার পাতালেও, নির্মাণ কাজের সূচনা করলেন হাসিনা

দ্য ওয়াল ব্যুরো: গত বছর ডিসেম্বরে বাংলাদেশে (Bangladesh) শুরু হয়েছে দেশের প্রথম মেট্রো পরিষেবা (metro)। রাজধানী ঢাকায় চালু হওয়া সেই মেট্রো হল এলিভেটেড রেল করিডর। বৃহস্পতিবার দেশে পাতাল রেল নির্মাণ প্রকল্পের শিলান্যাস করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে পাতাল মেট্রোর নির্মাণ কাজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন হাসিনা। এখানে মেট্রো যাবে মাটির নিচ দিয়ে। আগামী মার্চে উদ্বোধন করা হতে পারে বাংলাদেশের প্রথম নদীর তলদেশে রাস্তার। চট্টগ্রামে কর্ণফুলি নদীর নিচ দিয়ে তৈরি হচ্ছে চার লেনের দুটি এক্সপ্রেসওয়ে। ওই নদী টানেল চালু হয়ে গেলে বন্দর শহর চট্টগ্রামের যানজট কমবে। পাশাপাশি ঢাকার সঙ্গে যাতায়াত সহজ হয়ে যাবে। বাড়বে ত্রিপুরা হয়ে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে বাণিজ্য সম্ভাবনাও।

Image - বাংলাদেশে মেট্রো এবার পাতালেও, নির্মাণ কাজের সূচনা করলেন হাসিনা

এর আগে গত ২৮ ডিসেম্বর ঢাকায় দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করেন সে দেশের প্রধানমন্ত্রী। গত বছর জুনেই খুলে গিয়েছে পদ্মা সেতুও।

আজ শিলান্যাস করা পাতাল রেলের প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হবে ২০২৬-এর শেষ নাগাদ। তার আগে এ বছর রাজধানী ঢাকায় আরও পাঁচটি মেট্রোরেলের রুট উদ্বোধন করবেন হাসিনা। এরফলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কমলাপুর বাস স্ট্যান্ডের সঙ্গে মেট্রো সংযোগ সম্ভব হবে। জাপানের সংস্থা জাইকা বাংলাদেশে মেট্রো নির্মাণে ঋণ দিচ্ছে। বাংলাদেশ সরকার ২০৩০-এর মধ্যে রাজধানী ঢাকাকে পুরোপুরি যানজট মুক্ত করার পরিকল্পনা নিয়ে এগচ্ছে।

১০০ কোটির দুর্নীতি! চিটফান্ড মামলায় খানাকুলের তৃণমূল নেতাকে গ্রেফতার করল সিবিআই

You might also like