Latest News

বাংলাদেশে প্রাপ্ত বয়স্ক সব নাগরিকের জন্য পেনশন নিশ্চিত করলেন হাসিনা

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) সব নাগরিকের জন্য পেনশন প্রকল্প (pension) চালু হচ্ছে। শেখ হাসিনার (Sheikh Hasina) সরকার দেশের জাতীয় সংসদে এ জন্য একটি আইন পাশ করিয়েছে। ভারতের ন্যাশনাল পেনশন স্কিমের আদলে তৈরি ওই পেনশন স্কিমে নাগরিকদের অন্তত দশ বছর ধরে মাসে নির্ধারিতহারে অর্থ জমা করতে হবে। তার সঙ্গে যুক্ত হবে সরকারের অনুদান। দুই সূত্র থেকে প্রাপ্য অর্থ জমা করা হবে অভিন্ন তহবিলে। দশ বছর পর ওই তহবিল থেকে মাসে মাসে পেনশন মিলবে আজীবন।

আগামী বছরের গোড়ায় বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন। ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে ইতিমধ্যে। সে দেশের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভোটের এক বছর আগে সর্বজনীন পেনশন চালুর সিদ্ধান্ত শেখ হাসিনা সরকারের মাস্টার স্ট্রোক। এরফলে কৃষক, শ্রমিক, পেশাদার, স্বনিযুক্ত নাগরিক, সকলেই উপকৃত হবেন।

এখন সে দেশে শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন পান। ভারত-সহ বিভিন্ন দেশের মতো বেসরকারি সংস্থার কর্মচারীদের জন্য পেনশনের ব্যবস্থা নেই। নয়া ব্যবস্থায় সে দেশের শিল্প-শ্রমিক, বিশেষ করে বস্ত্র শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত কোটির বেশি নাগরিক পেনশনের সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। যে কারণে নয়া সিদ্ধান্ত ভোটের ময়দানে শাসক দল আওয়ামী লিগের জন্য স্বস্তিদায়ক হবে বলে মনে করছে সে দেশের রাজনৈতিক মহল। ২০১৮-র নির্বাচনের আগে সর্বজনীন পেনশন চালু ছিল আওয়ামী লিগের নির্বাচনী প্রতিশ্রুতি।

সর্বজনীন পেনশন স্কিম হতে চলেছে সে দেশের বৃহত্তম সামাজিক সুরক্ষা প্রকল্প। প্রাপ্তবয়স্ক সমস্ত নাগরিককে পেনশন ব্যবস্থার আওতায় আনার লক্ষ্যে বিলটি পাশ করা হয়েছে।

বলা হয়েছে, ১৮ থেকে ৫০ বছর বয়সি সব নাগরিক পেনশন স্কিমে নাম নথিভুক্ত করতে পারবেন। বিদেশে কর্মরত বাংলাদেশিরাও এই স্কিমের সুবিধা পাবেন। কর্মচারীরা প্রতিষ্ঠান বদল করলেও পেনশন অ্যাকাউন্টের হেরফের হবে না।

ভারতে জাতীয় পেনশন প্রকল্প বা এনপিএসে জমা অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়। সরকারি ও বেসরকারি কয়েকটি ব্যাঙ্ককে জমা অর্থ শেয়ার বাজারে বিনিয়োগের দায়িত্ব দিয়েছে সরকার। স্বভাবতই পেনশনের পরিমাণ সর্বদা বাজারের ওঠানামার উপর নির্ভরশীল। বাংলাদেশে সরকার দেশের অর্থমন্ত্রীকে চেয়ারম্যান করে একটি সরকারি পেনশন কর্তৃপক্ষ গঠনের বিধান রেখেছে আইনে। তহবিল থাকবে সরকারের অধীনে।

গুজরাত দাঙ্গায় ১৭ জনকে খুনে অভিযুক্তদের রেহাই দিল আদালত

You might also like