Latest News

Share : সেনসেক্স পড়ল ১২০০ পয়েন্টের বেশি, বিনিয়োগকারীদের ক্ষতি হল প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি টাকা

দ্য ওয়াল ব্যুরো : সপ্তাহের প্রথম দিন বাজার খোলার পরেই সেনসেক্স (Share) নামল ১২৯১.৯৩ পয়েন্ট। এর ফলে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের ক্ষতি হল ৩ লক্ষ ৩৯ কোটি টাকা। সেনসেক্স (Share) এখন পৌঁছেছে ৫৭ হাজার ৪৭-এর ঘরে। ইউক্রেন (Share) যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে দেখা গিয়েছে অনিশ্চয়তা। তাছাড়া ডলার ইনডেক্স (Share) বর্তমানে ১০০-র ওপরে। মূলত এই দুই কারণে নিম্নগামী হয়েছে শেয়ার সূচক।

সেনসেক্সের অন্তর্গত ৩০ টি কোম্পানির মধ্যে যাদের শেয়ারের দাম সবচেয়ে কমেছে, তারা হল ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাঙ্ক। বিপরীতে এনটিপিসি, টাটা স্টিল, এইচইউএল এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারের দাম বেড়েছে। এদিন সিওল, সাংহাই, টোকিও সহ এশিয়ার বিভিন্ন দেশের বাজারে শেয়ার বাজারে ধস নেমেছে। আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে ১১২.৩৯ ডলার। বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বুধবার ২০৬১.০৪ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন।

বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী ও বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী উপলক্ষে শেয়ার বাজার বন্ধ ছিল। শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে বাজার বন্ধ ছিল।

আরও পড়ুন : SBI : লেন্ডিং রেট বাড়াল এসবিআই, গাড়ি, বাড়ির ইএমআই বাবদ দিতে হবে বেশি টাকা

You might also like