Latest News

বন্ধন ব্যাঙ্কের আরও ১২৫টি শাখা খুলল গোটা দেশে, শেয়ার দর বাড়ল চার শতাংশ

বিএসই-কে বন্ধন জানিয়েছে, তাদের মোট ব্যাঙ্কিং শাখা ছিল ১০১০টি। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১০১৩টি। ফলে আরও শক্তিশালী হয়েছে বন্ধনের ব্যাঙ্কিং নেটওয়ার্ক।

দ্য ওয়াল ব্যুরো: বন্ধন ব্যাঙ্কের শেয়ার দর বুধবার ইন্ট্রা ডে-তে চার শতাংশ বেড়ে গেল। এদিনই বিএসই-কে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে গোটা দেশের ১৫টি রাজ্যে আরও ১২৫টি নতুন ব্যাঙ্কিং আউটলেট খুলেছে তারা। তার পরই উর্ধ্বমুখী হয়েছে বন্ধনের শেয়ার দর। ইয়েস ব্যাঙ্কের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে বহু গ্রাহকের আস্থা যখন টলে গিয়েছে, তখন কোনও বেসরকারি ব্যাঙ্কের এ ধরনের মাইলফলক ছুঁয়ে ফেলা তাৎপর্যের বলেই মনে করছেন মার্কেট বিশেষজ্ঞরা।

বিএসই-কে বন্ধন জানিয়েছে, তাদের মোট ব্যাঙ্কিং শাখা ছিল ১০১০টি। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১০১৩টি। ফলে আরও শক্তিশালী হয়েছে বন্ধনের ব্যাঙ্কিং নেটওয়ার্ক। নতুন ১২৫টি আউটলেট সংযোজনের ফলে সারা দেশে বন্ধনের ব্যাঙ্কিং আউটলেটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪১৪। এর মধ্যে ৩২০৬টি হল ব্যাঙ্কিং ইউনিট, সেই সঙ্গে হোম লোন সার্ভিস সেন্টার রয়েছে ১৯৫টি। দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৪টিতেই এখন বন্ধনের ব্যাঙ্কিং নেটওয়ার্ক রয়েছে।

নতুন শাখা খোলার ব্যাপারে বন্ধনের উপর যে নিষেধাজ্ঞা রেখেছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া তা সম্প্রতি প্রত্যাহার করে নেয়। তার পরেই নতুন ১২৫টি ব্যাঙ্কিং আউটলেট খোলা হয়েছে। এই নতুন আউটলেটগুলির মধ্যে ৪২টি খোলা হয়েছে উত্তরপ্রদেশে, ২৯টি খোলা হয়েছে রাজস্থানে, ১২টি মধ্যপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ৭টি করে নতুন আউটলেট খোলা হয়েছে। এ ছাড়া বিহারে ৬টি, ছত্তীসগড়ে৫ টি, ওড়িশায় ৪টি. তামিলনাড়ুতে ৩টি আউটলেট খোলা হয়েছে। উত্তরাখণ্ড, কর্নাটক, মহারাষ্ট্র এবং অসমে খোলা হয়েছে ২টি করে আউটলেট। আর দিল্লি ও পশ্চিমবঙ্গে ১টি করে আউটলেট খোলা হয়েছে।

বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার চন্দ্রশেখর ঘোষ বলেন, “আমরা খুশি যে রিজার্ভ ব্যাঙ্ক নতুন শাখা খোলার ব্যাপারে বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে আরও দ্রুত হারে ব্যবসা বাড়াতে পারব বলেই আমরা আশাবাদী”। তাঁর কথায়, “সার্বজনীন ব্যাঙ্ক হিসাবে মাত্র সাড়ে চার বছরের মধ্যেই আমরা সুযোগ ও সম্ভাবনাময় এলাকাগুলিকে চিহ্নিত করে বন্ধনের নেটওয়ার্ক ও ব্যবসার প্রসার ঘটাতে পেরেছি। নতুন ১২৫টি ব্যাঙ্কিং আউটলেট আরও ভাল করে পরিষেবা দিতে সাহায্য করবে। গ্রাহক ও অংশীদাররা যে পরিমাণ আস্থা ও ভরসা আমাদের উপর রেখেছেন তাতে আমরা প্রত্যয়ী যে বৃদ্ধির পথেই থাকবে বন্ধন ব্যাঙ্ক।”

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১.৯ কোটি গ্রাহককে পরিষেবা দিয়েছে বন্ধন ব্যাঙ্ক। ব্যাঙ্কের মোট আমানতের পরিমাণ ৫৪,৯০৮ কোটি টাকা। সেই সঙ্গে প্রদত্ত ঋণের পরিমাণ মোট ৬৫,৪৫৬ কোটি টাকা। ব্যাঙ্কের মোট ব্যবসার আয়তন ১,২০,৩৬৪ কোটি টাকা।

You might also like