
ভারতীয় দল প্রথম ইনিংসে করেছিল ৩২৭ রান। লোকেশ রাহুল ১২৩ রান করেন, রাহানে ফেরেন ৪৮ রানের মাথায়। বাকিরা ব্যর্থ না হলে ভারত চারশো রান তুলতই। দক্ষিণ আফ্রিকার দুই পেসার এনগিডি ও রাবাদা মিলে নেন নয় উইকেট।
First-innings Shami 🔥🔥🔥https://t.co/2W2oc583j9 | #SAvIND pic.twitter.com/lhw5zyBDyd
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 28, 2021
তখনই বোঝা গিয়েছিল, দক্ষিণ আফ্রিকার বাউন্সি পিচে শামি, বুমরা, সিরাজরাও ভয়ঙ্কর হবেন। ঠিক তাই ঘটেছে। শামি পাঁচ উইকেট নেন ৪৪ রানের বিনিময়ে। বুমরা দুই উইকেট ও সিরাজ পান এক উইকেট। শার্দুল ঠাকুর দুটি উইকেট নেন ৫১ রানের বিনিময়ে।
Shabash Sultan of Bengal @MdShami11. Dekh ke maza aah gaya. Biryani. Doh din ke baad. Mehnat ka Phal. God bless. #SAvIND #Shami #Shami200 pic.twitter.com/QGZ41g4bD7
— Ravi Shastri (@RaviShastriOfc) December 28, 2021
একটা সময় দক্ষিণ আফ্রিকার চার উইকেট পড়ে গিয়েছিল ৩২ রানে। শামি, বুমরাদের খেলতে সেইসময় ত্রাহি রব পড়ে গিয়েছিল। তেম্ভা বাভুমা সর্বোচ্চ ৫২ রান করেছেন। কুইন্টন ডি’কক করেন ৩৪ রান। সব থেকে বড় কথা, ভারতের পেস বোলিংয়ে দিশেহারা হয়ে গিয়েছে বলেই উইকেটের পিছনে ও বোল্ড আউট হয়েছেন বিপক্ষ ব্যাটসম্যানরা।
ঋষভ পন্থ এদিন ১০০টি শিকার স্পর্শ করলেন উইকেটের পিছনে দাঁড়িয়ে। তিনি দ্রুত এই নজির ছুঁলেন, ধোনিরও আগে। তার মধ্যে চোট পেয়েছেন বুমরা। তাঁর চোট এতটাই যে বাকি সিরিজে অনিশ্চিত।