Latest News

সেঞ্চুরিয়নের পিচে আগুন ঝরালেন শামি, ম্যাচে চালকের আসনে ভারত

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বাউন্সি পিচে আগুন ছোটালেন ভারতের পেস বোলাররা। বিশেষত মহম্মদ শামির দাপটে ঘরের দলই প্রথম ইনিংসে শেষ হয়ে গিয়েছে ১৯৭ রানে। ম্যাচে ১৩০ রানে পিছিয়ে রয়েছে।

ভারতীয় দল প্রথম ইনিংসে করেছিল ৩২৭ রান। লোকেশ রাহুল ১২৩ রান করেন, রাহানে ফেরেন ৪৮ রানের মাথায়। বাকিরা ব্যর্থ না হলে ভারত চারশো রান তুলতই। দক্ষিণ আফ্রিকার দুই পেসার এনগিডি ও রাবাদা মিলে নেন নয় উইকেট।

তখনই বোঝা গিয়েছিল, দক্ষিণ আফ্রিকার বাউন্সি পিচে শামি, বুমরা, সিরাজরাও ভয়ঙ্কর হবেন। ঠিক তাই ঘটেছে। শামি পাঁচ উইকেট নেন ৪৪ রানের বিনিময়ে। বুমরা দুই উইকেট ও সিরাজ পান এক উইকেট। শার্দুল ঠাকুর দুটি উইকেট নেন ৫১ রানের বিনিময়ে।

একটা সময় দক্ষিণ আফ্রিকার চার উইকেট পড়ে গিয়েছিল ৩২ রানে। শামি, বুমরাদের খেলতে সেইসময় ত্রাহি রব পড়ে গিয়েছিল। তেম্ভা বাভুমা সর্বোচ্চ ৫২ রান করেছেন। কুইন্টন ডি’কক করেন ৩৪ রান। সব থেকে বড় কথা, ভারতের পেস বোলিংয়ে দিশেহারা হয়ে গিয়েছে বলেই উইকেটের পিছনে ও বোল্ড আউট হয়েছেন বিপক্ষ ব্যাটসম্যানরা।

ঋষভ পন্থ এদিন ১০০টি শিকার স্পর্শ করলেন উইকেটের পিছনে দাঁড়িয়ে। তিনি দ্রুত এই নজির ছুঁলেন, ধোনিরও আগে। তার মধ্যে চোট পেয়েছেন বুমরা। তাঁর চোট এতটাই যে বাকি সিরিজে অনিশ্চিত।

 

You might also like