
দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মার অধিনায়কত্ব পছন্দ নয় শাহিদ আফ্রিদির (Shahid Afridi on Rohit Sharma Captaincy)। টি ২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার অন্যতম কারণ হল রোহিতের নেতৃত্ব। তিনি দলকে ভাল করে পরিচালনা করতে পারেননি।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মনে হয়েছে, রোহিত দলের সীমাবদ্ধতা বুঝতে পারেননি। সেই কারণে দল মুখ থুবড়ে পড়েছে।
আফ্রিদির মতে, ভারতীয় দলে সৌরভ গঙ্গোপাধ্যায় ও এম এস ধোনির মতো দলনায়ক প্রয়োজন। সৌরভ ও ধোনির মধ্যে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা আছে। তারা জানে কোন ক্রিকেটারের কী ক্ষমতা। সেই মতো বিপক্ষে চেপে ধরতে পারে। তাই ওদের মতো অধিনায়ক দরকার।
পাকিস্তানের বিতর্কিত প্রাক্তন অধিনায়কের মতে, ভারতীয় দল একটা সময় বিরাট কোহলিকে দলনায়ক হিসেবে সাফল্য পাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তিনি চাপ রাখতে পারেননি। রোহিতও যে আই সিসি টুর্নামেন্টে ভাল করতে পারল না , সেমিতে বিদায় তারই প্রমাণ।
কেকেআর শিবিরে ফের ধাক্কা! ২০২৩-এ আইপিএলে খেলবেন না বলে জানালেন ১৫ কোটির ক্রিকেটার