
দ্য ওয়াল ব্যুরো: শোয়েব আখতার (shaib akhtar) যত বড় ক্রিকেটারই হোন না কেন, তাঁকে ছেঁটে ফেলতে চেয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ২০০৮ সালে সেইসময় সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতা নাইট রাইডার্স টিমের অধিনায়ক। সেবার তারকা খচিত দল করেছিল কলকাতার দলটি। ওই দল থেকে মালিক শাহরুখ বাদ দিতে চেয়েছিলেন শোয়েবকে। প্রথম তিন ম্যাচ খেলার পরে চোট পান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস । তখন পাকিস্তানের আরও এক পেস বোলার মোহাম্মদ হাফিজকে নিতে চান কিং খান। পাক দলের নামী প্রাক্তন সোহেল খান এই খবর দিয়ে বলেছেন, ওই দলে আখতারের আর কোনও প্রয়োজন ছিল না। অনেক অর্থ খরচ করে তাঁকে আনা হয়েছিল। কিন্তু তিনি সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। তাই নামের মোহ কাটিয়ে তিনি অন্য পেস বোলারে ঝুঁকেছিলেন।
এমনিতেই আইপিএলে পাক ক্রিকেটারদের খেলা নিয়ে নিষেধাজ্ঞা ছিল। সেবারই পাক ক্রিকেটারদের খেলার বিষয়টি সবুজ সংকেত পায়। তারপর যদিও আর কেউ খেলার সুযোগ পাননি। একমাত্র স্পিনার ইমরান তাহির ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন বলে চেন্নাইয়ের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন।
যিনি এই খবর ফাঁস করেছেন সেই সোহেল খানও পাক ক্রিকেটে বড় তারকা। সোহেল ভারতের বিরুদ্ধে বারবার ভাল খেলেছেন। এমনকী তিনি আইপিএলে ধারাভাষ্য দিতে এসেছিলেন। তাই তাঁর দাবিকে অনেকেই মান্যতা দিচ্ছেন।
কেন্দ্রীয় সরকারে শূন্য পদ ১০ লাখ, নিয়োগ কত, জবাব এড়ালেন মোদীর মন্ত্রী