
দ্য ওয়াল ব্যুরো: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান শুরু হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University)। মূলত ছাত্র সংসদ পরিচালনা করা এসএফআই (SFI)-ই এই অবস্থান শুরু করেছে। ভোট বাদ দিয়েও একাধিক দাবি নিয়ে মঙ্গলবার শুরু হয়েছে অবস্থান।
তারমধ্যে অন্যতম দাবি হল মাতৃভাষায় পরীক্ষায় উত্তর লেখার সুযোগের দাবি। এসএফআই তাদের দাবিতে স্পষ্ট করেই উল্লেখ করেছে, এক ভাষায় উত্তর দেওয়ার নিয়ম বদলাতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ছাত্রছাত্রীদের জন্য মাতৃভাষায় উত্তর লেখার সুযোগ দিতে হবে।
তা ছাড়া ল্যাবরেটরিতে প্র্যাক্টিক্যাল ক্লাসের জন্য প্রয়োজনীয় সামগ্রীর বাড়ন্ত দশা ঘোচানো, অবিলম্বে সমাবর্তন করার মতো দাবিও রয়েছে অবস্থানে অংশগ্রহণকারীদের।
২০১৯ সালে শেষবার ছাত্র সংসদ ভোট হয়েছিল প্রেসিডেন্সিতে। তাতে বিপুল জয় পেয়েছিল এসএফআই। তারপর কোভিড চলে আসে। যদিও সেই সংসদের মেয়াদ বাড়ানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। এসএফআই প্রেসিডেন্সি কলেজ শাখার সভানেত্রী আনন্দরূপা ধর বলেন, “এসএফআইয়ের হাতে ছাত্র সংসদ থাকলেও আমরাই ভোট চাইছি। গণতান্ত্রিক ব্যবস্থার নিরন্তর অনুশীলনের পক্ষে আমরা।”
যাদবপুর, প্রেসিডেন্সি- এই ধরনের উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনও আন্দোলনেরই শুরুটা হয় খুব সাধারণভাবে। অতীতে দেখা গিয়েছে সময়ের সঙ্গে তেজ বেড়েছে। এখন দেখার প্রেসিডেন্সির এই ছাত্র আন্দোলন কোথায় গিয়ে দাঁড়ায়।
রাজ্যের সব থানার সিসিটিভি সচল কিনা, দেখতে হবে ডিজিকেই! কড়া নির্দেশ আদালতের