Latest News

ট্রেনের মধ্যেই তরুণীর শ্লীলতাহানি করল জওয়ান! রাতের কালকা মেলে বড় অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে ট্রেনের কামরায় এক তরুণীকে শ্লীলতাহানি (Sexual Harassment) করার অভিযোগ উঠল এক এসএসবি জওয়ানের বিরুদ্ধে। সোমবার রাতে কালকা মেলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উঠছে সুরক্ষা নিয়েও প্রশ্ন।

জানা গেছে, ওই তরুণী সোমবার রাতে হাওড়া থেকে কালকা মেলে (Kalka Mail) উঠেছিলেন। গন্তব্য ছিল দুর্গাপুর। সেইমতোই দুর্গাপুর স্টেশন ঢোকার আগে ট্রেনের দরজার সামনে গিয়ে দাঁড়ান তিনি। অভিযোগ, সেই সময় এক জওয়ান এসে তরুনীকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন। প্রতিবাদ করায় তাঁকে মারধরও করা হয় বলে জানান ওই তরুণী।

আরপিএফ জওয়ানরা এসে পরে ওই তরুনীকে উদ্ধার করে। পাশাপাশি অভিযুক্ত ওই জওয়ানকে আটক করে তারা। পরে অন্ডাল জিআরপির হাতে তুলে দেওয়া হয়।

সোমবার রাতেই অন্ডাল স্টেশনে গিয়ে অভিযুক্ত জওয়ানের নামে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। মঙ্গলবার ধৃত জওয়ানকে আদালতে তোলা হয়।

হাত-পা-মুখ বেঁধে মাঠে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ মালদহে! পলাতক অভিযুক্ত যুবক

You might also like