Latest News

ছবি ভাইরাল, এটিএমের সামনে মেঝেয় বসে পড়াশোনা গার্ডের!

দ্য ওয়াল ব্যুরো: এটিএম সিকিউরিটি গার্ড একমনে পড়াশুনো করছেন মেঝেয় বসে। বসেছেন এটিএম মেশিনের সামনেই, নির্দিষ্ট কক্ষে। কাজে ফাঁকি দিচ্ছেন তা একেবারেই বলা যায় না। চুপচাপ বসে থেকে মেশিন পাহারাই দিতে হত সেই, তার বদলে একটু বা নিজেকে এগিয়ে নিচ্ছেন। ছবি আজ নেট দুনিয়ায় ভাইরাল হল সেই ছবি।

কেন্দ্রীয় সরকারি আমলা অবনিশ শারণ তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন ছবিটি। এটিএম সিকিউরিটি গার্ডের এমন নিবিষ্ট পড়াশুনোর ছবি দেখে অজস্র শেয়ার হতে থাকে। অবনিশ সেই ছবির ক্যাপশনও দিয়েছিলেন তাক লাগানো, “ফর ইট ডাজ নট ম্যাটার হোয়ের, বাট দিস ফায়ার মাস্ট বার্ন। ”

মনে পড়ে যেতে পারে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর মধ্যরাতে গ্যাসলাইটের আলোয়, রাস্তায় বসে পড়াশুনো করতেন। সেই তাগিদ টুকুই যেন ইচ্ছের আগুনের সঙ্গে তুলনা করেছেন অবনিশ।

Awanish Sharan (@AwanishSharan) / Twitter

নিজে যেহেতু একজন আইএএস অফিসার, অক্লান্ত অধ্যাবসার মর্ম তাঁর অজানা নয়। সিকিউরিটি গার্ডের নিবিষ্ট সাধনা আপাতভাবে একটি কৌতুকময় দৃশ্য হলেও চোখ এড়ায়নি অবনিশের। হয়ত কম্পিটিটিভ পরীক্ষার জন্যই তৈরি হচ্ছেন সেই গার্ড। আপাতত সিকিউরিটি গার্ডের চাকরিতে ঢুকে সংসার চালাচ্ছেন।
সময় বড় অমূল্য, তাকে কাজে লাগানোর জেদটুকু শুধু ভেতরে রাখা চাই। তবেই মানুষ লক্ষ্যভেদ করতে পারে। ছবিটির মাধ্যমে এই বার্তাই আসলে পৌঁছে দিতে চেয়েছেন অবনিশ।

নেটিজেনরাও হয়ত মর্মস্পর্শী ছবিটির কেন্দ্রে বসে থাকা সেই সাধনারত গার্ডকে ছুঁয়ে ফেলেছেন। অজস্র লাইক, কমেন্টে উপচে পড়ছে টুইটার পোস্টটি।

You might also like