Latest News

Sebak Car Fire: সেবকের করোনেশন সেতুতে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি

দ্য ওয়াল ব্যুরো: সেবকের করোনেশন ব্রিজের (Coronation Bridge) উপর গাড়ি বিস্ফোরণে (Sebak Car Fire) তীব্র আতঙ্ক ছড়াল লাগোয়া এলাকায়। সেতুর ওপর দাঁড়িয়ে থাকা ওই গাড়িটিতে বিকট শব্দের পর দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। সেতুর ওপর এই ভাবে একটি গাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকায় বেশ কিছুক্ষণের জন্য ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। কী ভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: বাড়ির ৮ জন পুড়ে ছাই, ভয়ে সিঁটকে থাকা শেখ লালকে মমতার সামনে আনতে সাঁইথিয়া গেলেন বিডিও

স্থানীয় সুত্রে খবর, বৃহস্পতিবার সকালে হঠাৎই ঐতিহ্যবাহী করোনেশন ব্রিজে একটি গাড়ি দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসী। কিছুক্ষণের মধ্যে একেবারে ব্রিজের মাঝখানে বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন: পারুইয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মিলল মহিলাকর্মীর দেহ

ঘটনাস্থলে পৌঁছয় সেবক ও মংপং থানার পুলিশ। ভৌগলিক দিকে থেকে এই ব্রিজ গুরুত্বপূর্ণ। ৩১ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগ স্থাপন করে করোনেশন ব্রিজ। একদিকে শিলিগুড়ি অন্যদিকে ডুয়ার্সের মালবাজার, ওদলাবাড়ি, অসম পর্যন্ত যোগাযোগের মাধ্যম এই ব্রিজ। ব্রিটিশদের তৈরি এই স্থাপত্য। এখানে এমন বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ ও প্রশাসন।

You might also like