
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি (Science and Technology Fair) মেলা শুরু হতে চলেছে বৃহস্পতিবার অর্থাৎ ১৯ জানুয়ারি থেকে। চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। মেলা মানেই আমাদের যে ধারণা থাকে তার থেকে এই মেলা একটু আলাদা। মেলার প্রতিটি স্টলে থাকবে বিজ্ঞানের স্বাদ।
করোনার জন্য আগামী বছর এই মেলা অনুষ্ঠিত হয়েছিল অনলাইনে। তবে এবার সব বাধা পেরিয়ে ফের একবার পুরনো ছন্দে ফিরতে চলেছে হেদুয়া পার্কের (Hedua Park) বিজ্ঞান মেলা। মজার বিষয় হল, আপনি যেমন এই মেলা ঘুরে বিজ্ঞানের খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারবেন, তেমনই মেলার অংশও হতে পারেন।
ভাবছেন কীভাবে সম্ভব? খুব সহজ, এ মেলায় থাকছে বিভিন্ন প্রতিযোগিতা, যেখানে আপনি অংশ নিতে পারেন অনায়াসেই। মেলার বিশেষ আকর্ষণ ট্যালেন্ট হান্ট, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান মডেল প্রতিযোগিতা (আন্তঃবিদ্যালয় ও আন্তঃমহাবিদ্যালয়), প্রবন্ধ ও অঙ্কন প্রতিযোগিতা। যদি এখনও আপনি কোনও প্রতিযোগিতায় অংশ না নিয়ে থাকেন তো জলদি যোগাযোগ করুন আর নিজের নাম নথিভুক্ত করে অংশ নিন আর ভাগ করে নিন বিজ্ঞানের মজা।

মানুষকে কুসংস্কারের অন্ধকার থেকে বের করে আনার জন্য সারাবছরই কাজ করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সেই বিজ্ঞান মঞ্চের উদ্যোগেই বছরের পর বছর অনুষ্ঠিত হচ্ছে আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারকস্মৃতি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। দেখতে দেখতে এবছর এই মেলা ২৪ বছরে পড়ল। তাই মেলা ঘিরে বাড়তি উন্মাদনা চোখে পড়ার মতো।
এক নজরে দেখে নেওয়া যাক মেলার সূচি—
১৯ জানুয়ারি, ২০২৩
সন্ধ্যা ৬: উদ্বোধনী অনুষ্ঠান
সত্যেন্দ্রনাথ বসু জাতীয় মৌল বিজ্ঞান কেন্দ্রের প্রাক্তন ডিরেক্টর তথা আইআইটি খড়্গপুরের অধ্যাপক সুমিতকুমার রায় এই মেলার উদ্বোধন করবেন। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক অধ্যাপক প্রদীপ মহাপাত্র, ইন্ডিয়ান অয়েলের জেনারেল ম্যানেজার সুরজিৎ সাহা, স্কটিশ চার্চ কলেজের অধ্যাপিকা মঞ্জুরি মণ্ডল, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাপতি (কলকাতা) অধ্যাপক সিদ্ধার্থ দত্ত।
এছাড়াও সেদিনের অনুষ্ঠানে থাকছে শ্রুতি নাটক, নৃত্য আলেখ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২০ জানুয়ারি, ২০২৩
সকাল ১১টায় হবে আন্তঃবিদ্যালয় অঙ্কন প্রতিযোগিতা। বিকেল সাড়ে পাঁচটায় বিজ্ঞান ভিত্তিক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেই সেমিনারে প্রধান বক্তা ড: দেবীপ্রসাদ দুয়ারী। এছাড়াও থাকবে আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান। সঙ্গে পর্বতারোহী পিয়ালি বসাক শোনাবেন পাহাড় জয়ের লড়াইয়ের গল্প।
২১ জানুয়ারি, ২০২৩
দুপুর একটা নাগাদ অনুষ্ঠিত হবে আন্তঃবিদ্যালয় ও আন্তঃমহাবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা (প্রাথমিক পর্যায়)। পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাইম শো, নাটক ও সেমিনার।
২২ জানুয়ারি, ২০২৩
এদিন সকাল ৯টায় থাকছে বসে আঁকো প্রতিযোগিতা। এছাড়াও আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, নৃত্য আলেখ্য থাকবে অন্যদিনের মতোই।
২৩ জানুয়ারি, ২০২৩
আন্তঃমহাবিদ্যালয় কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে মেলার শেষদিনে। এছাড়াও থাকছে একাধিক সেমিনার, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠান।

বিজ্ঞান মেলা কমিটির চেয়ারম্যান বিকাশ সিনহার কথায়, ‘ অপবিজ্ঞান, কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে মুক্তচিন্তার লড়াইকে আরও শক্তিশালী করে তুলতেই এই মেলার আয়োজন করা হয়েছে।’ মেলা কমিটির সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, ‘করোনার জন্য গতবছর এই মেলা অনলাইনে অনুষ্ঠিত হলেও এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের আগের মতোই হেদুয়া পার্কে বসছে এই বিজ্ঞানমেলা।’ মেলায় সকলকে আহ্বান জানাচ্ছেন উদ্যোক্তারা।
হোয়াটসঅ্যাপে এবার দেওয়া যাবে ভয়েস স্টেটাসও! কীভাবে, জানুন বিস্তারিত