Latest News

রাহুলের ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ায় চাকরি গেল মধ্যপ্রদেশের স্কুল শিক্ষকের

দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) আজ রবিবার মধ্যপ্রদেশ (Madhya Pradesh) থেকে পড়শি রাজ্য রাজস্থানে প্রবেশ করবে। মধ্যপ্রদেশে ১২ দিনের যাত্রা আজ শেষ হচ্ছে।

যাত্রা মধ্যপ্রদেশ ছাড়ার মুখে একটি খবর ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যের বারওয়ানি জেলার একজন শিক্ষককে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের স্কুল শিক্ষা বিভাগ চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে সে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছে।

স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ওই শিক্ষক জরুরি কাজ আছে বলে স্কুল থেকে ছুটি নিয়েছিলেন। তাঁর ছুটি মঞ্জুর করা হয়েছিল। কিন্তু ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়াতে পদক্ষেপ করা হয়েছে। ভারত জোড়ো যাত্রা কংগ্রেসের কর্মসূচি।

মধ্যপ্রদেশ সরকারের এই সিদ্ধান্ত ঘিরে তুমুল শোরগোল শুরু হয়েছে। কংগ্রেস বলেছে, বিজেপির কর্মসূচিতে সরকারি কর্মচারীরা পর্যন্ত অফিস ফাঁকা করে যোগ দেয়। স্কুল-কলেজ বন্ধ রাখা হয়। সেখানে সংশ্লিষ্ট শিক্ষক সরাসরি সরকারি শিক্ষক নন। তাঁর রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বাধা নেই। সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অশিক্ষকদের ভোটে প্রার্থী হতেও বাধা নেই। তাছাড়া তিনি রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন ভারত জোড়ো যাত্রা তাঁর এলাকা দিয়ে যাওয়ার সময়।

থাকবেন মোদী-শাহ-নাড্ডা, গুজরাতের ভোট শেষের আগেই ২০২৪ নিয়ে বৈঠকে বিজেপি

You might also like