
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গুঁড়িয়ে দেওয়া হল গোটা স্কুল (School Building Demolished)! এমন অভিযোগে তুমুল উত্তেজনা ছড়িয়েছে বর্ধমানে (Burdwan)।
১৫ নম্বর ওয়ার্ডের শাঁখারিপুকুর এলাকায় সেবক সংঘের পাশে একটি প্রাইমারি স্কুল রয়েছে। প্রায় ৩০ বছর ধরে সেটা বন্ধ পড়েছিল। ছাত্র, শিক্ষক কারো দেখা পাওয়া যেত না।
শুক্রবার সকালে সেবক সংঘের সদস্যরা স্কুলটিকে গুঁড়িয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই গোটা স্কুলবাড়িটি ভেঙে দেওয়া হয়।
জেলা প্রাথমিক বিদ্যালয়ের ডিআই স্বপন দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি জায়গার উপরেই স্কুলটি আছে। ৩০ বছর ধরে ওই স্কুল বন্ধ পড়েছিল। আমরা খবর পেয়ে লোক পাঠাই। পুলিশও সেখানে গিয়েছিল। অবশ্য ততক্ষণে বাড়িটি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। রিপোর্ট হাতে পেলে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে তিনি জানাবেন।
সহবাসের পর নাবালিকাকে বিয়ে করতে অস্বীকার, ২০ বছরের সাজা শোনাল আদালত
ক্লাবের সভাপতি তমালকান্তি মণ্ডল সাফাইয়ে বলেন, পঞ্চাশ বছরের পুরনো বাড়ি। পাঁচ ইঞ্চি দেওয়াল দেওয়া টিনের চালের বাড়িটি ভগ্নদশা অবস্থায় ছিল। স্কুল কর্তৃপক্ষকে আমরা বহুবার বাড়িটি ভাঙার জন্য অনুরোধ করেছি। কারণ পাশেই খেলার মাঠ রয়েছে। সেখানে বাচ্চারা খেলে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। স্কুল কর্তৃপক্ষের লোকজনও বেশ কয়েকবার এখানে এসে দেখেও গেছেন। তবে স্কুলবাড়ি আমরা ভাঙিনি। বাড়িটি আপনিই হুড়হুমুড়িয়ে ভেঙে পড়েছে। আমরা শুক্রবার পরিষ্কার করছিলাম।
ঘটনাস্থলে যান বর্ধমান সদর আরবান ২ স্কুল ইনস্পেকটর কিশোর কুমার দাস। তিনি বলেন, ডিআইয়ের নির্দেশে এসেছেন। ভগ্নদশা অবস্থায় স্কুলটি দীর্ঘদিন বন্ধ ছিল। কিন্তু এভাবে ভেঙে ফেলা ঠিক হয়নি। এটি ডিপিএসির জায়গা। তিনি ডিআইকে গোটা বিষয়টি জানাবেন।