Latest News

এশিয়ার সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল! কে তিনি, কী তাঁর পরিচয়

দ্য ওয়াল ব্যুরো: চিনের ইয়াং হুইয়ানকে পিছনে ফেলে দিয়ে এশিয়ার সবচেয়ে ধনী মহিলা হিসেবে উঠে এলেন সাবিত্রী জিন্দাল (Savitri Jindal)। জিন্দাল গ্রুপের (jindal steel and power) লক্ষ্মীলাভের ফলেই তাঁর এই উত্থান। সেই সঙ্গে চিনের সম্পত্তি সংকটও এর পিছনে বড় কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাবিত্রী জিন্দালের মোট সম্পত্তির পরিমাণ ১১.৩ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৯ হাজার ৪৯০ কোটি টাকার সমান (Richest woman of India)।

গত পাঁচ বছর ধরে একটানা এশিয়ার ধনীতম মহিলাদের তালিকায় শীর্ষে ছিলেন চিনের ইয়াং হুইয়ান। সম্প্রতি দেশের সংকটকালে ইয়াং বড়সড় ক্ষতির সম্মুখীন হন। তাঁর সম্পত্তি প্রায় অর্ধেক হয়ে গেছে।

সাবিত্রী জিন্দালের বয়স হয়েছে ৭২ বছর। ১৯৫০ সালে অসমে জন্ম তাঁর। এই মুহূর্তে ভারতে ধনীতমদের মধ্যে তাঁর নাম রয়েছে ১০ নম্বরে। সাবিত্রীর স্বামী ওম প্রকাশ জিন্দাল জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার ছিলেন। ২০০৫ সালে ওপি জিন্দালের মৃত্যুর পরপরই জিন্দাল গ্রুপের চেয়ারপার্সন হন সাবিত্রী। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের বর্তমান চেয়ারম্যান হলেন ওম-সাবিত্রীর ছেলে নবীন জিন্দাল। জিন্দাল গ্রুপ ভারতে স্টিল উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করেছে। এছাড়া সিমেন্ট, বিদ্যুৎ ও আরও নানা কারবার রয়েছে এই কোম্পানির।

কংগ্রেসি রাজনীতির সঙ্গেও যুক্ত সাবিত্রী। হরিয়ানার হিসর কেন্দ্র থেকে ২০০৫ সালে কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হন তিনি। এর আগে ওই কেন্দ্রে বিধায়ক ছিলেন তাঁর স্বামী।

জিন্দাল গ্রুপের সম্পত্তির পরিমাণ সাম্প্রতিক অতীতে ওঠা-নামা করেছে চোখে পড়ার মতো। ২০২০ সালে কোভিড অতিমহামারীর শুরুতে এই কোম্পানি বড়সড় ক্ষতির মুখোমুখি হয়েছিল। তাদের সম্পদ কমে দাঁড়িয়েছিল ৩.২ বিলিয়ন ডলার (৩২০ কোটি ডলার)। আবার ২০২০-এর এপ্রিল মাসে তাদের সম্পদ পৌঁছে গেছে ১৫.৬ বিলিয়ন ডলারে।

আরও পড়ুন: কমনওয়েলথ ভিলেজের নর্দমা কন্ডোমে ভরে গিয়েছিল! আজও বিতর্কে দিল্লির ইভেন্ট

You might also like