
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে মহাসংকট তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে গড়িয়েছে শক্তিপরীক্ষার মামলা। প্রতি মুহূর্তে যখন টানটান ঘটনার ঘনঘটা চলছে তখন শিবসেনা নেতা তথা উদ্ধব ঠাকরের ‘মুখ’ হিসেবে পরিচিত সঞ্জয় রাউতকে (Sanjay Raut) তলব করল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
আগামীকাল মঙ্গলবার সঞ্জয় রাউতকে ডেকে পাঠিয়েছে ইডি। কেন্দ্রীয় এজেন্সিটির মুম্বইয়ের অফিসে সঞ্জয়কে ডেকেছেন ইডি কর্তারা। ১,০৩৪ কোটি টাকার জমি কেলেঙ্কারিতে জিজ্ঞসাদাবাদের জন্য ডাকা হয়েছে সঞ্জয় রাউতকে।
এপ্রিল মাসে এই মামলাতেই সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। মহারাষ্ট্রে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তার পিছনে কেন্দ্রীয় এজেন্সির চাপ রয়েছে বলে আগেই অভিযোগ করেছিল শিবসেনা। তাদের বক্তব্য, ইডি-সিবিআইকে দিয়ে চাপ তৈরি করিয়েছে বিজেপি। তার ফলেই একনাথ শিন্ডেরা বিদ্রোহ করেছেন। এই পরিস্থিতির মধ্যে সঞ্জয় রাউতকে ডাকা তারই ধারাবাহিকতা বলে সংবাদমাধ্যমে দাবি করেছেন শিবসেনা নেতারা।