
দ্য ওয়াল ব্যুরো: ঠোঁটকাটা হিসেবে পরিচিত সঞ্জনা গণেশন (Sanjana Ganesan)। তিনি যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) স্ত্রী। ভারত-পাক এশিয়া কাপের ম্যাচের দিন একটি ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল।
সেই ছবি পোস্ট ঘিরে নেটিজেনদের একাংশ তাঁকে তীব্র আক্রমণ করে বলেছিলেন, দল হারছে, আপনারা ঘুরে বেড়াচ্ছেন! এই নিয়ে সঞ্জনা আগেই ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, আমি ও যশপ্রীতের একটা পুরনো ছবি পোস্ট করলাম। তারপরে ওই বক্তব্যে সঞ্জনা ক্ষুব্ধ হয়ে লেখেন, ‘‘আমি তো বললাম এটা পুরনো ছবি, দেখতে পাননি চমু আদমি’’, এই শব্দের সোশ্যাল সাইটের অর্থ হল ‘গাধা’ বা নির্বোধ লোক।
‘ধোনি ছাড়া কারও সমর্থন পায়নি’! বিরাট মন্তব্যে ক্ষোভ বোর্ডের, পালটা দিলেন সানিও
মঙ্গলবার তাঁর ইনস্টা স্টোরিতে বুমরার সুন্দরী স্ত্রী লিখেছেন, ‘‘ইন্টারনেটের ট্রোল এবং কুরুচিকর আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের। যে কোনও বিষয়ে কারও ধর্ম, নাগরিকত্ব, জাতিসত্ত্বা বা পরিচয় টেনে আনার পক্ষপাতী নই আমি কোনওদিনই। আন্তরিকভাবে আপনাদেরও সেই নিয়ম অনুসরণের আর্জি জানাচ্ছি।’’
তিনি আরও লেখেন, ‘‘ধর্ম, জাতিগত সত্ত্বা বা নাগরিকত্বের কারণে ইন্টারনেটে ট্রোল করা উচিত নয়। এটা পুরোপুরি বাস্তবিক জ্ঞানের অভাবের নিদর্শন।’’ সেইসঙ্গে সমালোচকদের হুঁশিয়ারি দিয়ে সঞ্জনা বলেন, ‘‘Chomu লোকেদের পালটা দিয়ে তাদের শুধরে দেওয়ার চেষ্টা করব আমি, এটাও আমার কাছে চ্যালেঞ্জ।’’
অনেকেই অবশ্য সমর্থন করেছেন এই নামী সঞ্চালিকাকে। কেউ লিখেছেন, আপনার মেজাজটাই আসল রানি।