Latest News

সানিয়া ফাইনালে হেরে গেলেন, অস্ট্রেলিয়ান ওপেনে রানার্স হয়েই থামল বোপান্নার সঙ্গে তাঁর জুটি

দ্য ওয়াল ব্যুরো: জয়ের দোরগোড়ায় পৌঁছেও থামলেন সানিয়া মির্জা (Sania Mirza)। সপ্তম গ্র্যান্ড স্ল্যাম জেতা হল না তাঁর। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) মিক্সড ডাবলসে (Mixed Doubles Final) রানার-আপ হলেন তিনি।

সানিয়ার পার্টনার ছিলেন রোহন বোপান্না। এই ফাইনালে জিততে পারলে বোপান্নার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব হতো। কিন্তু তা হতে হতেও হল না। ফাইনালে ব্রাজিলের স্টেফানি-মাতোস জুটির কাছে ৬-৭ (২-৭), ২-৬ গেমে হেরে গেলেন সানিয়ারা।

এর আগে ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনে এই মিক্সড ডাবলস জিতেছিলেন সানিয়া। সেটিই ছিল তাঁর কেরিয়ারের প্রথম বড় জয়। এর পরে ২০১৬ সালেও চ্যাম্পিয়ন হন তিনি, তবে তা উইমেনস ডাবলসে। সব মিলিয়ে তিনটি মিক্সড ডাবলস এবং তিনটি ডাবলস খেতাব রয়েছে সানিয়ার। ৪২ বছরের বোপান্না এর আগে ২০১৭ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন।

আজ, শুক্রবার ভারতীয় সময় ভোর সাড়ে ৬টায় খেলা শুরু হয়। সানিয়া-বোপান্না জুটি প্রথম দিকে ছন্দেই ছিলেন। একসময় এগিয়েও যান তাঁরা। কিন্তু তার পরেই তাঁদের সার্ভিস ভেঙে যায়। টাই ব্রেকারে গড়ায় সেট। আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারতীয় জুটি। ২-৭ গেমে হেরে যান তাঁরা।

ইস্টবেঙ্গল কি জিতবে না সুপর্ণা? গোয়ার বিরুদ্ধে ফের হার লাল-হলুদের

You might also like