Latest News

ফের অবনতি সন্ধ্যা মুখার্জীর স্বাস্থ্যের, তীব্র পেটে ব্যথা, আইসিইউ-তে সরাতে হল তাঁকে

দ্য ওয়াল ব্যুরো: ফের অবনতি হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার। তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। পেটের যন্ত্রণায় তীব্র কষ্ট পাচ্ছেন গীতশ্রী। আজ সকালে তাঁর রক্তচাপের মাত্রাও দ্রুত ওঠা-নামা করছিল। আপাতত তাঁকে ভেসোপ্রেসার সাপোর্টে রাখা হয়েছে। পেটে ব্যথার জন্যও চিকিৎসা চলছে।

গত মাসের ২৭ তারিখে এসএসকেএমে ভর্তি হয়েছিলেন সন্ধ্যা। তাঁর পায়ের হাড় ভেঙে গেছিল এবং ফুসফুসে গভীর সংক্রমণ ছিল। করোনার রিপোর্টও পজিটিভ আসে তাঁর। তাঁকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। সেখানেই কোভিড আইসোলেশন বিভাগে ছিলেন গায়িকা। চিকিৎসার পরে করোনা নেগেটিভ হন তিনি। সামান্য উন্নতিও হয় শারীরিক অবস্থার। কিন্তু আজ ফের অবনতি হওয়ায় বেড়েছে উদ্বেগ।

অ্যাপোলোর কার্ডিওথোরাটিক সার্জারি বিভাগের ডিরেক্টর ডক্টর সুশান মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৬ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা চলছে। তাঁকে দেখছেন কার্ডিওলজি বিভাগের এইচওডি ডক্টর প্রকাশ চন্দ্র মণ্ডলও। রয়েছেন পালমোনোলজিস্ট দেবরাজ জশ ও সিনিয়র অর্থোপেডিক সার্জেন রঞ্জন কামিলিয়াও।

আপাতত আশঙ্কাজনক হলেও স্থিতিশীল তিনি। আইসিইউ-তে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

You might also like