
গত মাসের ২৭ তারিখে এসএসকেএমে ভর্তি হয়েছিলেন সন্ধ্যা। তাঁর পায়ের হাড় ভেঙে গেছিল এবং ফুসফুসে গভীর সংক্রমণ ছিল। করোনার রিপোর্টও পজিটিভ আসে তাঁর। তাঁকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। সেখানেই কোভিড আইসোলেশন বিভাগে ছিলেন গায়িকা। চিকিৎসার পরে করোনা নেগেটিভ হন তিনি। সামান্য উন্নতিও হয় শারীরিক অবস্থার। কিন্তু আজ ফের অবনতি হওয়ায় বেড়েছে উদ্বেগ।
অ্যাপোলোর কার্ডিওথোরাটিক সার্জারি বিভাগের ডিরেক্টর ডক্টর সুশান মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৬ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা চলছে। তাঁকে দেখছেন কার্ডিওলজি বিভাগের এইচওডি ডক্টর প্রকাশ চন্দ্র মণ্ডলও। রয়েছেন পালমোনোলজিস্ট দেবরাজ জশ ও সিনিয়র অর্থোপেডিক সার্জেন রঞ্জন কামিলিয়াও।
আপাতত আশঙ্কাজনক হলেও স্থিতিশীল তিনি। আইসিইউ-তে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।