
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি জানিয়ে মুম্বই পুলিশের দ্বারস্থ আরিয়ান খান ক্রুজ মাদক মামলার তদন্তকারী নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বোন ইয়াসমিন ওয়াংখেড়ে।
গত সপ্তাহে পেশায় আইনজীবী ইয়াসমিন মুম্বই পুলিশকে লেখা চিঠিতে অভিযোগ জানান, তাঁদের পুরো পরিবারকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়ে ফোন করা হচ্ছে! অভিযোগের কপি জাতীয় মহিলা কমিশনেও পাঠিয়েছেন তিনি।
‘আফগান ঐতিহ্য ধরে রাখছি’, তালিবানি আতঙ্কেও কাবুলে খোলা কিছু বইয়ের দোকান
ওশিওয়াড়া থানার এক পুলিশ অফিসার বলেছেন, ইয়াসমিনের অভিযোগনামায় রয়েছে, এনসিপি নেতা মালিক মাদক মামলার তদন্তকারী অফিসারের ব্যক্তিগত জীবন নিয়ে অভিযোগ তোলায় তাঁর পুরো পরিবার হুমকি ফোনের জেরে তীব্র আতঙ্কে আছেন। ইয়াসমিন লিখেছেন, আমার ক্ষোভ, অসন্তোষ গুরুত্ব দিয়ে বিচার করে একজন মহিলার সাংবিধানিক অধিকার রক্ষা সুনিশ্চিত করার আবেদন জানাচ্ছি।
আরও আবেদন, আইনানুসারে অভিযুক্তের মোকাবিলায় যথাযথ পদক্ষেপ করুন। সংশ্লিষ্ট থানাকে নবাব মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দিন।
যদিও তাঁর অভিযোগের ভিত্তিতে এখনও কোনও এফআইআর দায়ের হয়নি বলে জানিয়েছেন ওশিওয়াড়া থানার সিনিয়র পুলিশ অফিসার সঞ্জয় বান্দালে।
মালিক ট্যুইটারে ফ্লেচার প্যাটেলের একটি ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশটও পোস্ট করেছেন, যাতে ইয়াসমিনকে ‘লেডি ডন’ বলা হয়েছে।
আরিয়ান খান মাদক মামলায় একাধিক নয়া মোড় এসেছে দ্রুত। আরিয়ান এবং আরও কয়েকজনকে চলতি মাসের শুরুতে গ্রেফতার করা হয় গোয়াগামী ক্রুজের মাদক পার্টি থেকে। তবে বর্তমানে চর্চার আলো বেশি রয়েছে এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের ওপর।