Latest News

Salt Lake: ব্যস্ত দিনে সেক্টর ফাইভের ফুটপাতের খাবারের দোকানের ঝাঁপ বন্ধ! জুলুমের অভিযোগে সরগরম এলাকা

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেক (Salt Lake) সেক্টর ফাইভের ফুটপাত জুড়ে আছে বেশ কয়েকটি খাবারের দোকান। সকাল বিকেল এইসব দোকান থেকেই খাবার খেয়ে পেট ভরান প্রতিদিন হাজার হাজার মানুষ। এই দোকানের সঙ্গেই জড়িয়ে আছে বহু মানুষের রুটি রুজি। অভিযোগ, বৃহস্পতিবার সকালে হঠাৎই একদল লোক এসে চড়াও হয় ওইসব দোকানের ওপর। দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়!

কিন্তু কেন? দোকানিদের অভিযোগ, সল্টলেক সেক্টর ফাইভ ওয়েলফেয়ার অ্যসোসিয়েশনের সদস্যরা এদিন এসে দোকান বন্ধ করতে বলে। কারণ এদিন এই অ্যাসোসিয়েশনের একটি মিটিং ছিল সেই মিটিংয়ে যোগ দেওয়ার জন্য দোকানিদের জানানো হয়। কিন্তু অনেক দোকানিই সেই মিটিংয়ে অংশ না নিয়ে দোকান খোলেন। সেই কারণেই তাঁদের ওপর এই জুলুম করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয় আরও অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এই কমিটির লোকজন দোকানিদের থেকে মিটিংয়ের নামে জোর করে চাঁদা তুলছে। প্রসঙ্গত, আজ বিশ্ব হকার দিবস।

এই এলাকার এক খাবারের দোকানের মালিক প্রসাদ মণ্ডল বলেন, ‘সকাল থেকেই বাইক বাহিনী এসে ঘোরাফেরা করছে। যাঁরা দোকান খুলেছে তাঁদের দোকান বন্ধ করে দেওয়ার জন্য জোর করা হচ্ছে। বাধা দিতে গেলে অকথ্য ভাষায় গালাগাল করছে।’ পুরো বিষয়টিতে ওই কমিটির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ তুলছেন তাঁরা। তাঁদের দাবি, বাবুসোনা মণ্ডল, ভবতোষ সরকারের নেতৃত্বে দিন কয়েক ধরেই এই জোর জুলুম চালানো হচ্ছে।

পুরো বিষয়টা জানিয়ে বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকানিদের একাংশ। এমনই এক দোকান মালিকের কথায়, ‘আমরা থানায় গিয়ে অভিযোগ জানিয়েছি। কোনরকম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে নিজেদের জড়াতে চাইনি।’ থানা থেকে আশ্বস্ত হওয়ার পরেই কিছু কিছু দোকান খুলেছেন তাঁরা। তবে মনের মধ্যে ভয় এখনও আছে বলে জানান তাঁরা। অভিযুক্ত সংগঠনটির বক্তব্য পাওয়া যায়নি।

ষাটের বেশি মেরুদণ্ডী প্রাণী হারিয়ে যাবে আগামী ২০ বছরেই! বিলুপ্তি আটকাতে ঝাঁপাচ্ছেন বিজ্ঞানীরা

You might also like