
দ্য ওয়াল ব্যুরো: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এবার সল্টলেকে। বিগত কয়েকদিনে বিভিন্ন জায়গায় আগুন লাগার খবর পাওয়া গিয়েছিল। সোমবার সল্টলেকের সিটি সেন্টারের কাছে আগুন (Salt Lake Fire) লাগে।
জানা গেছে, সল্টলেকের সিটি সেন্টারের কাছে মেট্রোরেলের কর্মীরা যে অস্থায়ী ঝুপড়ি থাকেন, সেই ঝুপড়িতেই আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।
কেন আগুন লাগল তা জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে বিধাননগর উত্তর থানার পুলিশও। তবে হতাহতের কোনও খবর মেলেনি। ক্ষতির পরিমাণও জানা যায়নি এখনও।
এই নিয়ে বিগত কয়েকদিনে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে। কিছুদিন আগেই ট্যাংরার এক চামড়ার গোডাউনে আগুন লাগে। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্তের জন্য কমিটিও গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি শহরের গোডাউনগুলোতে অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে কিনা খতিয়ে দেখার কথাও বলা হয়।
রুজিরার আবেদন ‘জরুরি ভিত্তি’তে শুনল না সুপ্রিম কোর্ট, ইডি দফতরে অভিষেক