
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ঠিক আগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছুরির আঘাতে (stabbed) আক্রান্ত হন বিখ্যাত সাহিত্যিক সলমন রুশদি (Salman Rushdie)। তাঁর উপর হামলায় স্তম্ভিত গোটা বিশ্ব। জানা গেছে, তাঁর উপর হামলা চালান যুবকের বয়স ২৪ বছর। এবার এই ঘটনায় গর্জে উঠল বলিউডের তারকারা।
এপির এক সাংবাদিক জানিয়েছেন, রুশদির পরিচয় পর্বের সময় মঞ্চে উঠে আসেন এক ব্যক্তি এবং তাঁকে ঘুষি মারতে থাকেন। রুশদির ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে। এয়ারলিফ্ট করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ভেন্টিলেটরে আছেন। চোখের সামনে বুকারজয়ী সাহিত্যিকের উপরে এইরকম হামলায় নিন্দার ঝড় বয়ে গিয়েছে।
রুশদিকে ছুরি দিয়ে কোপানো আততায়ী ২৪ বছরের তরুণ, কে সে!
বলিউড অভিনেতা কঙ্গনা রানাওয়াতের মন্তব্য, তিনি এই ঘটনায় ‘আতঙ্কিত’। কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই হামলা সম্পর্কে লিখেছেন, ‘জিহাদিদের আরেকটি ভয়ঙ্কর কাজ। যেভাবে কেঁপে উঠেছি, তাতে বলার মতো শব্দ খুঁজে পাচ্ছি না। ভয়ঙ্কর।’

এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন গীতিকার জাভেদ আখতারও। হামলার কড়া নিন্দা জানিয়ে টুইটারে তিনি লেখেন, ‘আমি সলমন রুশদির ওপর সেই ধর্মান্ধ ব্যক্তির বর্বরোচিত হামলার নিন্দা করছি। আশা করি নিউ ইয়র্ক পুলিশ এবং আদালত হামলাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’
স্বরা ভাস্কর এই ঘটনাটিকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। টুইটে তিনি লেখেন, ‘সলমন রুশদির জন্য ভীষণই চিন্তিত। এই হামলা লজ্জাজনক, নিন্দনীয় ও জঘন্য!’